Panchayat Election 2023 : ভোট কর্মীদের তথ্য সোশ্যালে, সবর শিক্ষকরা – panchayat election workers are accused of spreading complete information on social media


এই সময়: এ বার ব্লকভিত্তিক ভোট কর্মীদের সম্পূর্ণ তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে সরব হল বিভিন্ন শিক্ষক ও কর্মী সংগঠন। তাঁদের বক্তব্য, দ্বিতীয় ট্রেনিং বা প্রশিক্ষণের আগেই ডিসিআরসি ভিত্তিক প্রিসাইডিং অফিসার এবং চার পোলিং অফিসারের নামের তালিকা তৈরি করা হয়। কিন্তু সেগুলো ভোট কর্মীদের হাতে আসার আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

Panchayat Election 2023 : ‘প্রতি বুথে বাহিনীর নিরাপত্তা ছাড়া ভোটে ডিউটি নয়’, সাফ কথা সংগ্রামী যৌথ মঞ্চর
এতে যাঁরা পরিচিত মুখ, তাঁদের কাজের সমস্যা হবে। কারণ, ভোট কেন্দ্র বরাদ্দ হওয়ার আগে এটাই চূড়ান্ত নিয়োগপত্র। এতদিন প্রথম প্রশিক্ষণের বিশদ তালিকা প্রকাশ হচ্ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া এই তালিকায় পুরো পোলিং পার্টির নাম, ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া রয়েছে। এটা নির্বাচনী নিরপেক্ষতার বিরোধী।

West Bengal Panchayat Election 2023 : একলপ্তে বাহিনী না-পেলে ভোট একদফায় কীভাবে? বোসের প্রশ্ন রাজীবকে
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির অনিমেষ হালদার বলেন, ‘এতে যাঁরা পরিচিত মুখ, ভোটের সময় তাঁরা নিরপেক্ষ হিসেবে কাজে সমস্যায় পড়বে। আদালতের পর্যবেক্ষণের পরেও রাজ্য নির্বাচন কমিশন সচেতন হয়নি। আমরা ভোট কর্মীদের সুরক্ষার যথাযথ পদক্ষেপের দাবি করছি।’

West Bengal Panchayat Election 2023 : ভোটারদের ভরসা দিতে পদক্ষেপে বার্তা কোর্টের, কমিশনে হতাশ
রাজ্য নির্বাচন কমিশনে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে বিক্ষোভের পাশাপাশি সচিব নীলাঞ্জন সান্ডিল্যের কাছে দাবিসনদ দেওয়া হয়েছিল। মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, সমস্ত ডকুমেন্টস তুলে ধরে দাবি করা হয়েছিল, ভোট কর্মীদের সমস্ত তথ্য যেভাবে সোশ্যাল মিডিয়াতে ফাঁস হচ্ছে, তাতে নিরাপত্তাহীনতা নিয়ে কোনওভাবেই ভোট কর্মীর দায়িত্ব পালন সম্ভব নয়। এই তালিকা বাতিল করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *