Suvendu Adhikari : ‘প্রধানমন্ত্রী দ্রৌপদী মুর্মু…’ আলিপুরদুয়ারে ‘পদ বিভ্রাট’-র গেরোয় শুভেন্দু – suvendu adhikari mention president draupadi murmu as the prime minister of india in alipurduar


পঞ্চায়েত ভোটের আগে শেষ রবিবার। গ্রামবাংলার ভোটে প্রচারে ঝড় তুলছে তৃণমূল থেকে বিজেপি। রবিবার আলিপুরদুয়ারে কুমারগঞ্জে নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ওই জেলারই মাদারিহাটের বীরপাড়া জুবিলি ক্লাব ময়দানে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপির সভা থেকে তৃণমূলের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা।


Suvendu Adhikari : ‘রাজ্য নির্বাচন কমিশনার মমতার পোষ্য-মাতাল’, রাজীবকে তীব্র আক্রমণ শুভেন্দুর
এদিন সভায় বক্তব্য রাখার সময় আদিবাসী, এসটি, এসসিদের জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন ভূমিকার প্রশংসা করেন বিরোধী দলনেতা। এর পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের উপর তৃণমূল অত্যাচার করছে বলে দাবি করেন শুভেন্দু। আদিবাসী জনজাতির প্রতিনিধি হিসেবে উঠে আসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবন কাহিনী তুলে ধরেন নন্দীগ্রামের বিধায়ক। তখনই অসাবধনতা বশত বিরোধী দলনেতার দেশের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম উল্লেখ করেন।

Suvendu Adhikari : ‘মমতা ও ইয়েচুরি একসঙ্গে বিরিয়ানি-ফিস ফ্রাই খেয়েছে…’, CPIM কর্মীদের বার্তা শুভেন্দুর
শুভেন্দু বলেন, ‘এবার চোরদেরকে পঞ্চায়েত থেকে উৎখাত করতে হবে। মানুষের শৌচগার তৈরির টাকাও তৃণমূল লুটেপুটে খেয়ে নিয়েছে। তাই কোনওভাবেই এদের এবার ভোট দিয়ে জেতানো যাবে না। এবারের ভোটে ঐক্যবদ্ধ হয়ে আগামী শনিবার বিজেপিকে ভোট দিতে হবে। ২০১৮ সালে আমি তৃণমূলে ছিলাম, মন্ত্রী ছিলাম। জোর করে আলিপুরদুয়ার জেলা পরিষদ দখল করা হয়েছে। আপনাদের মতামতকে এরা কোনও গুরুত্ব দেয়নি। তাই বলব বিজেপিকে ভোট দিন। বিজেপির পঞ্চায়েত মানের জনগণের পঞ্চায়েত।’

কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী আনতে বাধ্য হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু পঞ্চায়েত ভোটে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই নিয়ে এদিনে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে শুভেন্দুর গলায়। বিরোধী দলনেতা বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে তৃণমূল সাফ হয়ে যাবে। সেই কারণে বুথে সে কলকাতা হাইকোর্টে আগামী সপ্তাহে কেন্দ্রীয় বাহিনী মামলার শুনানি রয়েছে। আমাদের বিশ্বাস, আদালতের রায়ে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হবে।’

Suvendu Adhikari Deadline Theory: ‘৩ মাসের মধ্যে বিদায় দেব চোরেদের সরকারকে…’, TMC-কে আক্রমণ করে ফের ডেডলাইন তত্ত্ব শুভেন্দুর
বিরোধী দলনেতার মুখে ফের একবার ‘নো ভোট টু মমতা’ স্লোগান শোনা যায়। তিনি বলেন, ‘রাজ্য সরকার চা শ্রমিকদের জন্য ‘চা সুন্দরী ‘প্রকল্পের নামে যে ঘর তৈরি করে দিচ্ছে, ওটা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। পিসি-ভাইপোর চুরি করার জন্য সেটা টাকা ভেঙে এই নতুন প্রকল্প তৈরি করা হয়েছে। সব ভোট এবার বিজেপিকে দিতে হবে। এটা মাথায় রাখবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *