WB Panchayat Election 2023 : BJP নেতার সঙ্গে মস্করা? বোমার বদলে ছোড়া হল সুতলি দড়ির গোল্লা! – bjp leader allegedly abused and attacked by tmc goons in hooghly area


পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ও সন্ত্রাস চলছে। ভোটজনিত হিংসার কারণে ইতিমধ্যেই ১৩ জনের মৃত্যু হয়ছে। ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল হুগলির জাঙ্গিপাড়া। সেখানকার পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমা না ফাটায় প্রাণে রক্ষা পান বিজেপি প্রার্থী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জাঙ্গিপাড়া থানার আটপুর পঞ্চায়েতের রাজহাটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। বোমা দুটি উদ্ধার করে জাঙ্গিপাড়া থানার পুলিশ। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী রাজকুমার মালিক।যদিও পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া বস্তু বোমা নয় পাকানো সুতুলির দড়ি।

BJP West Bengal : বিজেপির পতাকায় কন্ডোম! ব্যাপক হইচই জলপাইগুড়িতে
জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির ৭ নং আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজকুমার মালিক। এলাকায় একটি দোকান রয়েছে রাজকুমারের। তাঁর অভিযোগ, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দুজন ব্যক্তি তার পিছু নেয়। প্রথমে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তারপর তাঁকে লক্ষ্য করে কিছু একটা ছুড়ে দেয় দুষ্কৃতীরা। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি দেখতে পান রাস্তায় দুটি বোমা পড়ে রয়েছে। দুষ্কৃতীরা সঙ্গে সঙ্গে বাইক নিয়ে চম্পট দেয়। বিজেপি কর্মী ও সাধরণ মানুষ এলাকায় জড়ো হয়। জাঙ্গিপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তা উদ্ধর করে নিয়ে যায়।

Panchayat Election : ‘২০০০ টাকা দেওয়ার কথা, ২০০ দিয়েছে’! বোমা বাঁধতে গিয়ে ধরা পড়ে স্বীকারোক্তি দুষ্কৃতীদের
বিজেপি প্রার্থী হওয়ার কারণেই তার উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ রাজকুমারের। তিনি বলেন, ‘দোকানের সামনে দুজন এসে আমাকে গালাগালি দেয়। আমাকে তাড়া করে। আমার দিকে কিছ ছুড়ে দেওয়া হয়। পরে দেখা গিয়েছে বোমা ছোড়া হয়েছিল। পুলিশকে খবর দেওয়া হয়। থানায় অভিযোগ দায়ের করেছি। এখন খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। কারা মেরেছিল চিনতে পারিনি। কিন্তু স্থানীয় কেউ নয় বলে মনে হয়েছে।’

বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, ‘তৃণমুল ভয় পেয়ে সন্ত্রাস করে মানুষের মধ্যে ভীতি তৈরি করে এই পঞ্চায়েত নির্বাচন জিততে চাইছে। পুলিশের বিবৃতি বোমা নয় সুতুলি দড়ি। পুলিশ শাসকের দলদাস এটা আরো একবার প্রমান হল।’

West Bengal Panchayat Election : রাজ্যপালের সফরের মাঝেই ফের অশান্তি কোচবিহারে! TMC প্রার্থীর ছেলেকে অপহরণের অভিযোগ
যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইন। তিনি বলেন, ‘বিজেপি মিথ্যে অভিযোগ করছে ওঠা বোমা নয় সুতুলি দড়ি। জাঙ্গিপাড়ায় বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই মিথ্যে অভিযোগ করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। বোমার ঘটনা যদি সত্যি হয় তাহলে থানায় অভিযোগ করুক প্রশাসন ব্যবস্থা নেবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *