WB Panchayat Nirbachan : ‘সব কিছুর জন্য কলকাতা যেতে হবে!’ নির্দল প্রার্থী নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক – tmc mla manoranjan byapari slams one sections of party for independent candidate


পঞ্চায়েত নির্বাচনের বলাগড় বিধানসভা এলাকায় প্রার্থীদের মনোনয়ন নিয়ে মতানৈক্যে দলের দুটি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষনা করেছিলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এতদিন দলের প্রার্থীদের হয়ে ভোট প্রচারেও দেখা যায়নি তাঁকে। এমনকী টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ করেছিলেন তিনি। সেই টাকার ভাগ দলের নেতারাও পেয়েছেন বলেও অভিযোগ করেন মনোরঞ্জন।

WB Panchayat Election : দেওয়াল দখলে এগিয়ে নির্দল! প্রার্থী অপছন্দ হওয়ায় তৃণমূলের একাংশের প্রচ্ছন্ন মদত? গুঞ্জন হুগলিতে
শনিবার দলীয় প্রার্থীদের হয়ে ভোট প্রচারে নামার কথা জানিয়েছিলেন বিধায়ক। রবিবার বলাগড়ে এসে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বলাগড়ে দলীয় কার্যালয়ে বসে মনোরঞ্জন বলেন, ‘আমি যে কজন প্রার্থী দিয়েছি, তাঁদের বিরুদ্ধে দলের অপর গোষ্ঠী একটি করে নির্দল প্রার্থী দিয়ে দিয়েছে। ফলে ভোট কাটাকাটিতে করে আমার ও দলের প্রার্থীদের হারানোর চক্রান্ত করছে। দল এখনও অবধি কোনও ব্যবস্থা নিল না। সব জায়গাল নির্দলদের বহিষ্কার করা হল। শুধু এখানে নির্দলরা কেন রয়ে গেলেন?’

Manoranjan Byapari : ‘যারা দলে থেকে BJP-কে সাহায্য করেছে চিনে ফেলেছি…’, ফের প্রকাশ্য হুঁশিয়ারি মনোরঞ্জনের
তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘আমার সঙ্গে যাঁরা কাজ করছে, দল করেছে তাঁদের হারানোর চেষ্টা করা হচ্ছে। কেন ব্যবস্থা নেওয়া হল না জানি না। এখন কী সব বিষয় নিয়ে বারবার করে কলকাতা যেতে হবে? সারা দুনিয়া জানে, আর দল জানে না, এটা হতে পারে না। টিম ঘুরে বেড়াচ্ছে, তারা কি কোনও খবর রাখছে না? তালিকা দেখলেই জানা যাবে যে আমার প্রার্থীদের পিছনে একজন করে নির্দল রয়েছে। আমি নিজের ভালোটা দেখছি না। কিন্তু তাই বলে দল তাদের ভালোটা দেখবে না! দলের প্রার্থীদের আরেক গোষ্ঠীর নেতারা হারানোর চেষ্টা করছে। দল কোনও ব্যবস্থা নিচ্ছে না, এটাই আমার সব থেকে বড় অভিযোগ।’

বলাগড়ের ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মনোরঞ্জনের গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের। এর আগেও দলের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন এই সাহিত্যিক। ফেসবুকেও একের পর এক পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। এদিনও নাম না করে বলাগড় ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়ের গোষ্ঠীর দিকে ইঙ্গিত করেছেন বিধায়ক।

WB Panchayat Election : নির্দলদের দলে ঠাঁই নেই, অনুব্রত গড়েও ৩০ জনকে বহিষ্কার করল তৃণমূল
যদিও বিধায়কের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন নবীন। তিনি বলেন, ‘ইতিমধ্যেই সমস্ত অঞ্চল সভাপতির কাছে খবর পৌঁছে দেওয়া হয়েছে, নির্দল প্রার্থীদের হয়ে কোনও কিছু করা যাবে না। সে যতই কাছের মানুষ হোক, দল যাঁকে প্রার্থী করেছে তাকেই জেতাতে হবে। কারণ আমাদের মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা। বিধায়ক অনেক অভিযোগ করতে পারেন। কিন্তু তাকে প্রমাণ করতে হবে আমাদের দলের অনুগত কর্মীরা নির্দলকে সমর্থন করছে বা নির্দলের হয়ে প্রচার করছেন। উলটো পালটা বলতে তো হবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *