প্রচারে ফিরছেন তৃণমূল সুপ্রিমো! সোমবার বীরভূমের সভায় ভার্চুয়ালি বক্তৃতা দেবেন মমতা


West Bengal Panchayat Election 2023 : সোমবার থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে থাকছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভার্চুয়ালি। এখনও শারীরিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ না হওয়ার কারণে আপাতত ভার্চুয়ালি প্রচার সারবেন তিনি বলে তৃণমূল সূত্রে খবর।

WB Panchayat Poll 2023 : কেন্দ্রীয় বাহিনীর হাতে দেওয়া হবে মমতার উন্নয়নের খতিয়ান! ভোটমুখী রাজ্যে কর্মসূচি তৃণমূলের
সোমবার, ৩ জুলাই বীরভূম জেলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচার কর্মসূচিতে যাওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে চোট সম্পূর্ণ সুস্থ না হওয়ার কারণে আপাতত বীরভূম সফরে যাচ্ছেন না তিনি। তবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে ভার্চুয়ালি জনসাধারণের বার্তা দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রচার সভার দায়িত্বে থাকবেন বলে জানা গিয়েছে।

Mamata Banerjee News: দীর্ঘ বিশ্রামের পরামর্শ, পঞ্চায়েত প্রচারে কি নেই মমতা?
কোচবিহার হয়ে জলপাইগুড়ি থেকে প্রচার পর্ব শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি থেকে ফেরার পথেই কপ্টার দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে তাঁর হেলিকপ্টারকে জরুরি অবতরণ করতে হয় সেনা এয়ারবেসে। হেলিকপ্টার অবতরণের সময় ঝাঁকুনির কারণে চোট পান মুখ্যমন্ত্রী।
চোট পাওয়ায় পরেই কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এমআরআই, সিটি স্ক্যান থেকে এক্স-রে সমস্ত ধরনের টেস্ট করে দেখা হয়। বাঁ পায়ের হাঁটু ও হিপ জয়েন্টের লিগামেন্টে বড় চোট পেয়েছেন তিনি। আপাতত চোট সম্পূর্ণ ঠিক না হওয়া পর্যন্ত বাড়িতে বিশ্রাম নেওয়ার নির্দেশ রয়েছে চিকিৎসকদের।

Adhir Chowdhury On Mamata Banerjee : &amp#39;মানুষের আবেগকে কাজে লাগাচ্ছেন মমতা&amp#39;, চোট নিয়ে তীব্র কটাক্ষ অধীরের
তবে প্রচার পর্বে কোনও খেদ রাখতে চাইছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রচারে যাবেন কিনা সে নিয়ে সংশয় তৈরি হয়েছিল আগেই। পঞ্চায়েত নির্বাচনের আর এক সপ্তাহ বাকি নেই। তার মধ্যে মুখ্যমন্ত্রী চোট পাওয়ায় তাঁর প্রচার পর্ব নিয়ে চিন্তায় পড়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
এরপরই ঠিক হয় ভার্চুয়ালি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ২টো নাগাদ সভা শুরু হওয়ার কথা। সেখানেই ভার্চুয়ালি বক্তৃতা দেবেন তৃণমূল নেত্রী বলে জানা গিয়েছে। বীরভূমের সভার পর রাজনৈতিক সূচি অনুযায়ী অন্যান্য রাজনৈতিক প্রচার সভাতেও তিনি ভার্চুয়ালি বক্তৃতা রাখতে পারবেন বলে তৃণমূল সূত্রে খবর।

TMC Panchayat Campaign: ‘দিদি আইলো রে, পেটের জ্বালা মিটাই দিলো জঙ্গলমহলে’

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে দু’মাস ধরে গোটা রাজ্যে নব জোয়ার কর্মসূচি আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে এই কর্মকাণ্ড। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর ফের দ্বিতীয় দফায় প্রচার বেড়িয়েছেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এবার ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রচারে থাকবেন বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *