অর্থের লোভে নিজের স্ত্রী-সন্তানকে বিক্রি? ফালাকাটা থেকে গ্রেফতার গুণধর স্বামী


অর্থের লোভে নিজের স্ত্রী এবং চার সন্তানকে বিক্রি। এই অভিযোগে সোমবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার অন্তর্গত উমাচরণপুর এলাকার বাসিন্দা নূর হোসেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল ফালাকাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিজের স্ত্রী ও পুত্র সন্তানকে বিক্রি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Alipurduar Train : হকারের ছদ্মবেশে দূরপাল্লার ট্রেনে সক্রিয় লুটেরা গ্যাং, আলিপুরদুয়ার থেকে RPF-এর জালে ৩
জানা গিয়েছে, দীর্ঘ ১১ বছর আগে ফালাকাটার উমাচরণপুর এলাকার বাসিন্দা নূর হোসেনের সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন থানা এলাকারই বাসিন্দা লাভলী খাতুন। দেখতে দেখতে ১১ টি বছর কেটে যায়। এখন তাদের পরিবারে এক কন্যা ও দুই পুত্র সন্তানও রয়েছে। গত ২৫ সে জুন এক কন্যা ও ১ পুত্র সন্তানকে বাড়িতে রেখে স্ত্রী লাভলি ও ৪ বছরের পুত্র সন্তানকে নিয়ে দিল্লির উদ্যেশে এবারই থেকে বেরিয়ে যায় নূর হোসেন।

Lakshmir Bhandar Scheme : লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ থেকে ২০০০! পঞ্চায়েতের মুখে আশ্বাসবাণী বিধায়কের
তাঁর ৫ দিন পরেই নূর হোসেন এক বাড়িতে ফিরে আসে। কিন্তু লাভলি ও তার ৪ বছরের পুত্র সন্তানকে ছাড়াই সে বাড়িতে ফেরে। বাড়িতে ফিরে নিজের স্ত্রী ও সন্তানকে কোথায় রেখে আসে তা স্পষ্ট জানায় না নূর। লোক মুখে ঘটনা আশেপাশে ছড়িয়ে পড়ে। এরপরেই লাভলির বাপের বাড়িতে ঘটনার খবর যায়। গত ৩ দিন ধরে নূর হোসেনকে লাভলি ও তাঁর পুত্র সন্তানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে লাভলির ব্যাপার বাড়ির লোকেরা।

Postal Stamp Collection : ৪৩টি দেশের ঐতিহাসিক সমস্ত ডাকটিকিটের সম্ভার, সুহৃদের সংগ্রহ দেখলে চমকে যাবেন!
কিন্তু স্ত্রী ও শিশুর বিষয়ে কোনও তথ্য দেয় না নূর। একাধিকবার জিজ্ঞাসাবাদেও তাঁদের কোথায় রেখে এসছে নুর টা জানায় না। এরপরেই নূরের বিরুদ্ধ তাঁদের সন্দেহ জাগে। পুলিশ জানিয়েছে, দীর্ঘ বেশ কয়েক বছর থেকে দুজনের মধ্যে আর্থিক অনটন নিয়ে বিবাদ লেগেই থাকত। একাধিক বার তাঁদের মধ্যে ঝগড়া বিবাদ হয় বলে অভিযোগ। সেই ঘটনায় নূর নিজের স্বার্থ মেটাতে স্ত্রী ও পুত্রকে বিক্রি করতে পারে বলে সন্দেহ হয় লাভলির পরিবারের।

Alipurduar District Hospital : তৃণমূলের শ্রমিক সংগঠনে বড় ফাটল! আলিপুরদুয়ারে কংগ্রেসের হাত ধরল ২০০ স্বাস্থ্যকর্মী
সেই ঘটনায় লাভলির বাবা আকবর আলি গতকাল ফালাকাটা থানায় গৃহবধূ নির্যাতন ও অপহরণের একটি লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগ পেতেই বধূ নির্যাতন ও মানব পাচারের একটি মামলা রুজু করে ফালাকাটা থানার পুলিশ। এদিন অভিযুক্ত নূর হোসেনকে তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ।
অভিযুক্ত নূর’কে আদালতে পেশ করে পুলিশ। আদালতে পেশ করলে মা ও সন্তানকে উদ্ধার করতে এবং ঘটনার তদন্তের স্বার্থে আলিপুরদুয়ার জেলার অতিরিক্ত জেলা দেয়রা আদালতের বিচারক অভিযুক্ত নূর হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। স্ত্রী লাভলি ও তার চার বছরের পুত্র সন্তানকে বিক্রি না খুন করেছে নূর সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Alipurduar Drug Smuggling : গোপনসূত্রে খবর পেয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার

এই বিষয়ে ফালাকাটা থানার আইসি সমিত চক্রবর্তী জানান, গৃহবধূর পরিবারের তরফে আমরা একটি লিখিত অভিযোগ পেয়ে একটি মামলা রুজু করা হয়েছে। এদিন সকালে গ্রেফতার করে, অভিযুক্তকে বধূ নির্যাতন ও মানব পাচারের অভিযোগে মামলা রুজু করে আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা নিখোঁজ ওই গৃহবধূ ও তার সন্তানকে উদ্ধার করার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করেছি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *