পাতে মাছের পদ কি বাড়ছে? ২৮ নতুন প্রজাতির সন্ধান প্রাণী বিজ্ঞানীদের


রকমারি মাছের প্রতি টান বাঙালির স্বভাবসিদ্ধ। রসনার তৃপ্তিতে ভাতের পাতে মাছের ব্যঞ্জন স্বর্গসুখ এনে দেয়। সেই ‘মাছে-ভাতে’ বাঙালির জন্য কি আরও বড় সুখবর আসতে চলেছে? প্রাণী বিজ্ঞানীদের অনুসন্ধান তো ইঙ্গিত দিচ্ছে সেদিকেই!

Ilish Price: মাত্র 500 টাকাতেই কিনুন আস্ত ইলিশ! খুশির প্রাণ গড়ের মাঠ কলকাতাবাসীর
প্রকৃতির মুক্তাঙ্গনে নতুন প্রজাতির উদ্ভিদ বা প্রাণীর সন্ধানে লেগে থাকেন প্রাণী বিজ্ঞানীরা। সম্প্রতি জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া গোটা দেশ জুড়ে নতুন প্রজাতির প্রাণীর বের করেছে। এক বছরে শুধু আমাদের দেশ থেকেই ৬৬৪টি নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে, যায় মধ্যে ৫২টি প্রজাতি রয়েছে আমাদের রাজ্যে।
মৎস্যপ্রেমী বাঙালিদের জন্য এবার আসল সুখবরটা হল – নতুন প্রজাতির প্রাণীদের মধ্যে সবথেকে বেশি সংখ্যায় পাওয়া হয়েছে মাছের প্রজাতি। ৬৬৪টি নতুন প্রজাতির মধ্যে মেরুদণ্ডী প্রাণী হিসেবে সবথেকে বেশি সন্ধান মিলেছে মাছের। মোট ২৮ রকমের নতুন প্রজাতির মাছের সন্ধান মিলেছে তাঁদের গবেষণায়।

Midnapore News: জাল ফেলতেই উঠল মানুষ সমান রাক্ষুসে চিতল মাছ, বিপুল দামে বিক্রি
তবে, এখনই লাফিয়ে ওঠার কিছু হয়নি। কেননা, এই প্রজাতির মাছগুলো আদৌ খাদ্যযোগ্য কিনা, তা নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা হয়নি। তবে বলাই যেতে পারে, কয়েকশো রকমের মাছের নানা ব্যঞ্জন বঙ্গ সমাজের কাছে পরিচিত। সেক্ষেত্রে আরও নতুন প্রজাতির কিছু মাছ সেই খাদ্য তালিকায় যুক্ত হওয়ার একটা আশা রয়েছে।
তবে জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তাঁদের নতুন প্রজাতির এই প্রাণী গুলির সুলুক সন্ধান দিতে একটি জার্নাল প্রকাশ করতে চলেছে খুব শীঘ্রই। সেখানে নতুন খুঁজে পাওয়া প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত তথ্য সংযোজন করা হতে পারে। বলে রাখা ভাল, যে সমস্ত প্রজাতির নতুন প্রাণের সন্ধান মিলেছে, সেই তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান রয়েছে চার নম্বর স্থানে।

আন্দুল রাজবাড়ির রান্নাঘরে তৈরি হত এই রুই মাছের হরগৌরী
মাছ ছাড়াও ৩০টি নতুন সরীসৃপ, দু’টি নতুন ধরনের পাখি, ছ’টি নতুন উভয়চর প্রাণীর হদিশও পাওয়া গিয়েছে। পাশাপাশি নতুন প্রাণীগুলির অনেক প্রজাতির খোঁজ ভারতে মিলেছে প্রথমবারের জন্য। সব মিলিয়ে মোট ৫৮৩টি অমেরুদণ্ডী এবং ৮১টি মেরুদণ্ডী প্রাণী আবিষ্কৃত হয়েছে। সেক্ষেত্রে অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অধিকাংশই হল কীটপতঙ্গ।

Jamai Sashti 2023: জামাইদের পাতে মাছের আকাল! চিন্তায় শ্বশুরবাড়ি?

বর্তমানে ভারতের প্রাণী বৈচিত্র্যের সংখ্যা হল এক লাখ তিন হাজার ৯২২। পাশাপশি, নতুন প্রজাতির উদ্ভিদ খুঁজে পাওয়ার পর উদ্ভিদ বৈচিত্রের সংখ্যা হল ৫৫ হাজার ৩০০। উদ্ভিদের ক্ষেত্রে সর্বাধিক প্রজাতি মিলেছে কেরলে, এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে জম্মু কাশ্মীর এবং অরুণাচল প্রদেশ। তবে, রাজ্যবাসীর ক্ষেত্রে প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে মাছ, তা বলাই বাহুল্য। এখন দেখার, নতুন আবিষ্কৃত মাছের মধ্যে কোনগুলো পাতে দেওয়ার যোগ্য হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *