Adhir Chowdhury : পঞ্চায়েতে দফা বৃদ্ধির দাবিতে ফের হাইকোর্টে অধীর, মঙ্গলে শুনানির সম্ভাবনা – adhir chowdhury congress leader has appealed high court about panchayat election 2023


পঞ্চায়েত নির্বাচনে দফা বৃদ্ধির দাবি নিয়ে ফের আদালতের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকলে এক দফার নির্বাচনে অশান্তির সৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা লোকসভার বিরোধী দলনেতার। অধীরের বক্তব্য, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে বিরোধী দলের কর্মীরা আহত হচ্ছেন। সেক্ষেত্রে বাড়ানো হোক নির্বাচনের দফা। এই বিষয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

Calcutta High Court : গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে শয়ে শয়ে বিরোধী প্রার্থী!
এই বিষয়ে এর আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়াতে সোমবার হাইকোর্টে যাচ্ছি। কারণ এক দফায় এই রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।’ অধীরবাবুর আরও অভিযোগ, ‘নির্বাচন কমিশনের অধীনে ভোট হচ্ছে না। নির্বাচন কমিশন বর্তমানে দিদির কমিশন, শাসকদলের কমিশন।’

West Bengal Panchayat Election 2023 : একলপ্তে বাহিনী না-পেলে ভোট একদফায় কীভাবে? বোসের প্রশ্ন রাজীবকে
আগামী ৮ তারিখ এক দফায় হতে চলেছে এবারে পঞ্চায়েত নির্বাচন। তবে মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত যে অশান্তির চিত্র উঠে এসেছে তাতে ভোটের দিন পরিস্থিতি কোন পর্যায়ে পৌছেতে পারে সেই নিয়ে আশঙ্কায় রাজ্যের বিরোধী দলগুলি। এরই মাঝে আবার কেন্দ্রীয় বাহিনীর প্রয়োগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে বুথে বাহিনী থাকবে কি না সেই প্রসঙ্গেও কোনও উল্লেখ নেই। ফলে নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। আর সেই প্রেক্ষিতেই ভোটের দফা বৃদ্ধির দাবি নিয়ে হাইকোর্টে অধীর চৌধুরী।

Adhir Ranjan Choudhury : ‘দুর্নীতির তদন্তের গতি কমাতেই আম নিয়ে কূটনীতি’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অধীরের
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘোষণার পর মনোনয়ন পর্ব থেকেই অশান্তির সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। ইতিমধ্যেই বেশকয়েকজনের মৃত্যু হয়েছে। তাতে যেমন রয়েছেন শাসক দলের কর্মীরা, তেমনই রয়েছেন বিরোধীদলের সদস্যরাও। লাগাতার তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগও তুলেছেন বিরোধীরা। এমনকী পুলিশ প্রশাসন শাসকদলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ বিরোধীদের। অন্যদিকে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণেও একাধিক মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে ভোটের দিন অশান্তি ও হিংসা চরমে উঠতে পারে বলেই আশঙ্কা কংগ্রেসের। আর সেকারণেই হাইকোর্টের দ্বারস্থ অধীর চৌধুরী। এক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবীরা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, সেক্ষেত্রে মঙ্গলবার হতে পারে মামলার শুনানি। এখন দেখার অধীরের মামলার প্রেক্ষিতে শেষ পর্যন্ত আদৌ বাড়ে কি না পঞ্চায়েত নির্বাচনের দফা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *