Bus Service : জিয়া নস্ট্যাল! কাঠের বাসের একমাত্র প্রতিনিধির যাত্রা ৯ তারিখ – the wooden bus number 56 on the bali howrah route has reached one hundred years


এই সময়: রুটের বয়স একশো ছুঁইছুঁই। সেই কবে বালি থেকে হাওড়া- যাত্রী পরিবহণ শুরু করেছিল ৫৬ নম্বর বাস। শুরুতে বালি-হাওড়া পথে যাতায়াত করলেও পরে রুটের সম্প্রসারণ হতে থাকে একটু একটু করে। তবে রুট বাড়লেও কমতে শুরু করে বাসের সংখ্যা। একশো বছরের মুখে এসে এই রুটের বাসের সংখ্যা এখন মাত্র ১৮। এটাই দক্ষিণবঙ্গের সম্ভবত একমাত্র রুট, যেখানে একটি কাঠের বাস চলে।

SBSTC Bus Online: ট্রেনের ঝক্কি পেরিয়ে এবার এক বাসেই বনগাঁ থেকে আসানসোল, রুটটি জেনে নিন
মেঝেয় পাতা কাঠের পাটা বহু বছর ধরে বহু হাজার যাত্রীর পায়ের ঘষায় ক্ষয়ে গিয়েছে। পেরেকের মাথাগুলো নিয়মিত জুতোর ঘষায় চকচক করছে। কাঠের জানলা দেখে অবাক হওয়ার কিছু নেই, বাসের গোটা কাঠামোটাই তো কাঠের। কয়েক দশক আগে এমন বাসই চলত রাজ্যের সর্বত্র। পরে ইস্পাতের বাসের আবির্ভাব হলে কোণঠাসা হতে হতে ক্রমশ আজ বিলুপ্তপ্রায় প্রজাতি হয়ে গিয়েছে কাঠের বাস। এখনও যাত্রী পরিবহণ করে চলেছে, এমন একমাত্র কাঠের বাসটিকে ধর্মতলায় নিয়ে যাবেন বাসপ্রেমীদের সংগঠন কলকাতা বাস-ও-পিডিয়ার সদস্যরা।

Road Accident: লেকটাউনে মর্মান্তিক দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা গাড়িতে বাসের ধাক্কায় মৃত্যু একই পরিবারের ৩জনের
ওই সংগঠনের সাধারণ সম্পাদক অনিকেত বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘৯ জুলাই আমরা একটা বাসযাত্রার আয়োজন করেছি। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই বাসযাত্রা চলবে। এই বাসযাত্রাতেই থাকবে দক্ষিণবঙ্গের একমাত্র চালু কাঠের বাসটি।’ অনিকেত জানাচ্ছেন, কিছু দিন আগেই রামরাজাতলা-হাওড়া রুটের বাস অর্থাৎ ৫২ নম্বর রুটের বাস একশো বছর পার করেছে। ৯ তারিখের বাসযাত্রায় ওই রুটেরও একটি বাস থাকবে।

Howrah Bus Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ২টি যাত্রী বোঝাই বাসের সংঘর্ষ হাওড়ায়, আহত ৩০
তবে যাত্রার সব চেয়ে বড় আকর্ষণ থাকবে কাঠের বাস। তা ছাড়া, বাসের মধ্যে একটি প্রদর্শনীরও ব্যবস্থা করা হবে। বাসের পুরোনো টিকিট, বহু পুরোনো ফেয়ার চার্ট- এ সবের দেখা পাওয়া যাবে ওই প্রদর্শনীতে। যে বাসে উঠলে এখন ন্যূনতম ১০ টাকা ভাড়া দিতে হয়, সেই বাসেই মাত্র কয়েক বছর আগে ভাড়া কত কম ছিল, সেটা দেখে সম্ভবত অবাক হবেন যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *