Cooch Behar BJP Candidate : কোচিং সেন্টারে সেক্স র‌্যাকেট! দিনহাটায় BJP প্রার্থীর দেওর খুনের ‘কিনারা’ পুলিশের – cooch behar police says dead bjp candidate relative is involved in flesh trade


পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার কয়েকদিনের মধ্যে কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। দিনহাটার গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বিশাখা দাসের দেওর শম্ভু দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় বলে অভিযোগ করে পরিবার। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলে বিজেপি। কোচবিহার সফরে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Panchayat Election 2023 : দিনভর কোচবিহারে ‘গ্রাউন্ড জিরো রাজ্যপাল’! গেলেন নিহতদের বাড়িতে, কথা বিরোধীদের সঙ্গেও
রাজ্যপাল কোচবিহার ছাড়তেই এই খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি করল জেলা পুলিশ। একইসঙ্গে এই খুনের ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই বলে জানিয়েছে পুলিশ। রাজ্যপাল কোচবিহার ছাড়তেই জেলা পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার সানি রাজ। তিনি জানিয়েছেন, বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাস খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফাতর করা হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি জেরায় স্বীকার করেছেন, পাটক্ষেতে মদ্যপানের সময় শম্ভুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়, এবং তখনই খুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে এক নাবালিকা উপস্থিত ছিল বলেও জানতে পেরেছে পুলিশ।

Lottery : লটারির নাম করে আর্থিক তছরুপের অভিযোগ! গ্রেফতার মূল মাথা
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এই খুনের ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর তাতেই পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। জেলা পুলিশের দাবি, মৃত শম্ভুর একটি কোচিং সেন্টার ছিল এবং সেই কোচিং সেন্টারে মধুচক্র চালানো হচ্ছিল। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিগত দু-আড়াই বছর ধরে ওই কোচিং সেন্টারে চলছিল সেক্স র‌্যাকেট। কোচিং সেন্টারের প্রাক্তন নাবালিকা পড়ুয়াদের সঙ্গে কথা বলে একথা জানা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাবালিকা পড়ুয়াদের প্রত্যেকেই হেনস্থার শিকার বলে দাবি পুলিশের।

পুলিশ জানিয়েছে, শম্ভুকে খুনের সময় সেখানে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ওই কোচিং সেন্টারের পড়ুয়া এক নাবালিকার বাবা-মা মৃত শম্ভু ও গ্রেফতার হওয়ার ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। নাবালিকার মেডিক্যাল টেস্ট ও গোপন জবানবন্দি থেকে পুলিশ জানতে পেরেছে যে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। দু’বছর ধরে অত্যাচার চলেছে বলে পুলিশকে জানিয়েছে ওই নাবালিকা।

Goldy Brar Salman Khan : ‘রেহাই পাবে না, সলমানকে শেষ করবই!’ সাক্ষাৎকারে বিস্ফোরক গ্যাংস্টার গোল্ডি
আরও এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে জেলা পুলিশের তরফে। মৃত ব্যক্তির যেখানে থাকত, সেখানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গর্ভনিরোধক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, কোচিং সেন্টারে আসা নাবালিকাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পর গর্ভধারণ রুখতে তাদের ওই ট্যাবলেট খাওয়ানো হত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *