Panchayat Election 2023 : কাউন্টিং পর্যন্ত মনিটরিংয়ে বাছাই নেতারা, স্ট্র্যাটেজি তৃণমূলের – on july 11 the day of counting of votes the entire counting process is being monitored by a group of trinamool leaders election23


প্রসেনজিৎ বেরা
পঞ্চায়েতে জোড়াফুলের অফিসিয়াল প্রার্থীদের প্রতীক বণ্টনের দায়িত্ব দলের বাছাই করা একঝাঁক নেতাকে দিয়েছিলেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। সেই প্রার্থীদের মনোনয়ন জমার প্রক্রিয়া মসৃণ করতেও প্রতিটি জেলার দায়িত্ব এক-একজন নেতার হাতে দেওয়া হয়েছিল। এবার আগামী ৮ জুলাই ভোটের দিন জেলায় সংগঠনের সঙ্গে সমন্বয় রাখা এবং ১১ জুলাই ভোট গণনার দিন পুরো কাউন্টিং প্রক্রিয়া মনিটরিংয়েও প্রতিটি জেলার দায়িত্ব তৃণমূলের প্রথম সারির একঝাঁক নেতাকে ভাগ করে দেওয়া হচ্ছে।

Abhishek Banerjee : মতুয়া বলয়ে কাল অভিষেক, গোঁজ প্রার্থীদের শাস্তি জারি
মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব বণ্টনের কাজ করছেন বলে তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য। কাউন্টিংয়ের দিন প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনের গণনা শেষ না হওয়া পর্যন্ত এই নেতাদের মনিটরিংয়ের কাজ করতে হবে। জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে দ্রুত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এই নেতারা। রাজ্য নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলবেন তাঁরা।

West Bengal Election 2023 : শহরের নেতাদের উপর বর্তেছে দায়িত্ব, পূর্ব মেদিনীপুরে গ্রামে গ্রামে প্রচার শুরু
তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভোট পরিচালনা ও গণনার দায়িত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরে এই দায়িত্ব অর্পিতা ঘোষকে দেওয়া হতে পারে। দক্ষিণবঙ্গে হুগলি জেলার দায়িত্ব শান্তনু সেন, দক্ষিণ ২৪ পরগনায় স্নেহাশিস চক্রবর্তী, নদিয়ায় সুজিত বসু, পশ্চিম মেদিনীপুরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরে কুণাল ঘোষ, মুর্শিদাবাদ জেলায় ফিরহাদ হাকিমকে দেওয়া হতে পারে।

Panchayat Election in West Bengal : তারকায় বড় ঝক্কি, ভরসা তাই মেঠো রাজনীতিকেই
মলয় ঘটক ও নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলার দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে। ঝাড়গ্রামের দায়িত্বে থাকতে পারেন বিরবাহা হাঁসদা। এই নেতাদের মধ্যে অনেককে কোন জেলায় ভোটের দিন ও গণনার সময়ে থাকতে হবে, তা ইতিমধ্যে সর্বোচ্চ নেতৃত্বের তরফে জানানো হয়েছে। বাকিদেরও দু’-একদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। একটি জেলায় দায়িত্বপ্রাপ্ত এক নেতার কথায়, ‘ভোট ও গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত জেলায় থাকতে নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

Panchayat Election in West Bengal : বাহিনী মোতায়েন নিয়ে পত্রযুদ্ধে কেন্দ্র-কমিশন
জেলা সদরের দলীয় কার্যালয়ে বসেই কো-অর্ডিনেশন ও মনিটরিংয়ের কাজ করব।’ দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে যে জেলাগুলিতে বিরোধীদের শক্তি তুলনামূলক ভাবে বেশি, সেখানে অভিজ্ঞ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে তৃণমূলের একাংশের পর্যবেক্ষণ। দক্ষিণবঙ্গের একটি জেলার দায়িত্বে থাকা রাজ্যের এক মন্ত্রীর কথায়, ‘নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলায় বিজেপি অন্য জায়গায় তুলনায় কিছুটা বেশি শক্তিশালী।

Suvendu Adhikari : পঞ্চায়েতে ভোটের প্রচারে বিজেপিতে এগিয়ে শুভেন্দু
তাই সেখানে সুজিত বসুর মতো নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। একই ভাবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিজেপির শক্তি রয়েছে বলে সেখানে রাজীবকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ এভাবে পঞ্চায়েতে ভোটের দিন সংগঠন পরিচালনা ও কাউন্টিংয়ের দিন পুরো প্রক্রিয়ার উপর মনিটরিংয়ের দায়িত্ব বণ্টন তৃণমূলে অতীতে কখনও হয়নি বলে দলীয় নেতাদের বক্তব্য। তৃণমূলের এক সাংসদের কথায়, ‘অত্যন্ত স্ট্র্যাটেজিক ভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছে। একটি ভোট কুশলী সংস্থারও পরামর্শ গ্রহণ করা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *