Panchayat Election 2023 : তৃণমূলের বিধায়ক-প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল মহিষাদলে! কটাক্ষ BJP-র – poster against mahishadal trinamool congress candidate before panchayat election 2023


Purba Medinipur : পঞ্চায়েত নির্বাচন হাতে গোনা কয়েকদিন পর। তার মধ্যেই মহিষাদল ব্লকের কিসমৎ নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েত এলাকার ৯ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী বিরুদ্ধে ঘাগর, শরবেড়িয়া এলাকায় পোস্টার ঘিরে জোর শোরগোল পড়েছে। এদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি BJP।

পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘বিশেষ বিজ্ঞপ্তি- মহিষাদল ২০৮ এর বিধায়ক, মহিষাদল পঞ্চায়েত সমিতিতে কাকে প্রার্থী করেছেন? বাগদা, বাসুদেবপুর, শরবেড়িয়া, ঘাগরা, গোপালপুর গ্রামে যিনি রাস্তা চেনেন না এবং বাড়ি বাড়ি তো দূরের কথা। বড় লজ্জা। ছি: ছি: ছি।’

West Bengal Election 2023 : BJP কর্মীদের দেওয়াল লিখনে বাধা তৃণমূলের বিরুদ্ধে! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল
যদিও এই বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলছেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী। তিনি বলেছেন, ‘আমাদের দলে নেত্রীর আঁকা প্রতীকই বড় কথা। বিরোধীরা তাঁদের পরাজয় বুঝতে পেরে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। এর জবাব সঠিক সময়ে পাবে। প্রথম থেকেই আমাদের দলের নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে দলের প্রতীক পাওয়া প্রার্থীই শেষ কথা। সে ভোটের যেই দাঁড়ান না কেন। এখন এসব পোস্টার সাধারণ মানুষ দিতে যাবেন না। কারণ ইতিমধ্যেই ওখানে আমাদের প্রচার হয়ে গিয়েছে। এটা বিরোধীদের কাজ কারণ তাঁরা ভোটের আগেই বুঝে গিয়েছে হারতে চলেছে।’

WB Panchayat Election 2023 : ‘রাজু চুপ থাক, নইলে ছবি হয়ে যাবি…’, হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য, অভিযুক্ত তৃণমূল
মহিষাদল ব্লকের ৯ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী সুজাতা জানা ফাদিকা বলেন, ‘গত ১৩ বছর ধরে আমি মহিষাদলে রয়েছি। মহিষাদলের মানুষের সঙ্গে আমার গভীর সম্পর্ক তৈরি হয়েছে। মিথ্যা অভিযোগ তুলে মানুষের মন পাওয়ার চেষ্টা করছে বিরোধীরা। এতে লাভ হবে না। এবারের পঞ্চায়েত ভোটে শুধু আমি কেন, দিকে দিকে তৃণমূল প্রার্থীরাই জয়ী হবেন।’

এদিকে, BJP-র প্রার্থী সুন্দরানন্দ গুড়িয়া বলেন, ‘এই ধরনের পোস্টার BJP-কে করতে হয় না। এগুলো তৃণমূলের আভ্যন্তরীণ লোকেরা যারা প্রার্থীকে পছন্দ করেননি তারাই করেছেন। সেই সঙ্গে সাধারণ মানুষও ক্ষিপ্ত তৃণমূলের ওপর। যারা দীর্ঘদিন ধরে দল করল তারা টিকিট না পাওয়ায় এই ক্ষোভ দেখা দিয়েছে তাদের মধ্যে।’

Panchayat Election 2023 : জেলায় ফের নির্দল কাঁটা! তমলুকে তৃণমূল থেকে বহিষ্কার ৩
রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেছে। ইতিমধ্যেই মনোনয়ন জমার কাজও শেষ হয়ে গিয়েছে। ভোট ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তেই অভাব অভিযোগের ছবি সামনে এসেছে। সেই সঙ্গে তৃণমূলের প্রার্থী তালিকাকে ঘিরেও দলের ভিতরে ক্ষোভ তুঙ্গে উঠেছে। সেই কারণেই জায়গায় জায়গায় দেখা যাচ্ছে গোঁজ বা নির্দল প্রার্থী, এমনটাই মত রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *