Panchayat Election 2023 : ফের রক্তাক্ত মুর্শিদাবাদ, তৃণমূল বিধায়কের উপস্থিতিতে কংগ্রেস কর্মীকে গুলি! – congress worker allegedly fired in presence of trinamool mla again election23


West Bengal Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। তৃণমূল বিধায়কের উপস্থিতিতে কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল খোদ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। রবিবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। জখম কংগ্রেস কর্মীকে তড়িঘড়ি বহরমপুরে রেফার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

Panchayat Poll 2023 : গীতালদহের পর এবার শীতলকুচি! তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি, আহত একাধিক
ঘটনার প্রতিবাদে সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিকে সরাসরি বিধায়কের বিরুদ্ধে কংগ্রেস অভিযোগ করলেও পালটা কংগ্রেসের দিকেই আঙ্গুল তুলেছেন তৃণমূল নেতৃত্ব। বিধায়কের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

Panchayat Nirbachan in West Bengal: BJP বিধায়কের পরিবারের সদস্যদের মারধর-বোমাবাজির অভিযোগ, তুমুল উত্তেজনা রানাঘাটে
দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ঘটনার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। কংগ্রেস ব্লক সভাপতি ইমাম শেখ অভিযোগ করে বলেন, ‘সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের উপস্থিতিতে এই হামলা চলে। তিনিই নেতৃত্ব দিয়েছেন এই গুলি চালানোর ঘটনায়।

মোটর বাইকে চেপে তিনজন দুষ্কৃতী এসে গুলি করে আমাদের কর্মীকে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাঁদের উপযুক্ত শাস্তির দাবি করছি আমরা’। যদিও পালটা সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জানান, ‘আমি নির্বাচনী কার্যালয়ে বৈঠক করে ফেরার পথে কংগ্রেস-আশ্রিত কিছু দুষ্কৃতী জেলা পরিষদের প্রার্থী আনারুল হকের নেতৃত্বে আমার গাড়িতে হামলা করে।

Panchayat Vote : ২৪ ঘণ্টার মধ্যে ফের গুলি গিতালদহে, TMC প্রার্থীর ভাইয়ের পেট ফুঁড়ে বেরিয়ে গেল বুলেট
এক রাউন্ড গুলি করে। আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন আমাদের কর্মীরা’। তিনি আরও বলেন, ‘সামশেরগঞ্জের মাটিতে কংগ্রেস অশান্তি করছে এবং বিভেদ তৈরি করছে। সন্ত্রাসের ও ভয়ের পরিবেশ তৈরি করছে। কংগ্রেস কর্মীরা বোমা বাঁধার সময়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

West Bengal Election 2023 : কংগ্রেস প্রার্থীকে গ্রামে ঢুকতে বাধা! ফেরৎ যেতেই তৃণমূলের স্লোগানে মাতলেন গ্রামবাসীরা
৮ই জুলাই নির্বাচনে একটি অশান্তি তৈরি করতে চাইছে কংগ্রেস’। কংগ্রেসের নেতৃত্বে সামশেরগঞ্জ অগ্নিগর্ভ হবে বলেও অভিযোগ করেন বিধায়ক। যদিও কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী আনারুল হক বলেন, ‘পথসভা শেষ করে আমরা ফিরছিলাম।

Panchayat Election Violence: ফের সন্ত্রাসের রণক্ষেত্র ডোমকল, গুলিবিদ্ধ ৪ তৃণমূল কর্মী
সেইসময় মোটরবাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী আমাদের এক কংগ্রেস কর্মীকে গুলি করে। বিধায়ক আমিরুল ইসলামের উপস্থিতিতে ও তাঁর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা চাই বিধায়ককে অবিলম্বে গ্রেফতার করা হোক’।

এই ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়েছেন সাধারণ মানুষ। তাঁদের দাবি, ভোটের কয়েকদিন আগেই যদি এই ঘটনা ঘটে, তাহলে ভোটের দিনের জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হোক। নাহলে ভোট দিতে যাওয়াই মুশকিল হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *