Rudranil Ghosh Panchayat Election: ‘চোর তৃণমূলকে তাড়িয়ে দিতে সবার মন আনচান…’, প্রচারে এসে নতুন ছড়া রুদ্রনীলের – rudranil ghosh actor leader attacks tmc government and criticises with a poem


পঞ্চায়েতের প্রচারে এসে তৃণমূলকে তীব্র কটাক্ষ রুদ্রনীল ঘোষের। ছড়া কেটে শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতার। উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে এদিন প্রচার করতে আসে রাজ্য বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ।

Rudranil Ghosh: ‘চোরেদের চুরি করা টাকার ভাগ পায় পুলিশ… তাই রাস্তায় বসে না’, তীব্র আক্রমণ রুদ্রনীলের

অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সুবক্তার সঙ্গে সঙ্গে ভালো ছড়াও কাটেন। সোশাল মিডিয়ায় শাসকদলকে কটাক্ষ করে তাঁর একাধিক ছড়া ইতিমধ্যেই বিখ্যাত। এদিনও প্রচারমঞ্চ থেকে শ্লেষাত্মক ভাষায় বলেন, ‘টাপুর টুপুর বৃষ্টি পড়ে মনে এলো টান, চোর তৃণমূলকে তাড়িয়ে দিতে সবার মন আনচান।’ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে তৃণমূলকে এভাবেই কবিতার ভাষায় আক্রমণ অভিনেতা রুদ্রনীল ঘোষের । রবিবার বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে সঙ্গে নিয়ে চাঁদা এলাকার থেকে গাড়াপোতা পর্যন্ত প্রার্থীদের জন্য রোড শোয়ের এর মাধ্যমে প্রচার করেন তিনি ।

Suvendu Adhikari : ‘২০০৭ সালে কী দেখেছিলেন, তার থেকেও বেশি কিছু…’, পুলিশকে দুষে আক্রমণ শুভেন্দুর

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘চোর তাড়াতে বেরিয়েছি সবাই পশ্চিমবঙ্গের মানুষ যাতে বউ বাচ্চা নিয়ে একটু শান্তিতে বেঁচে থাকতে পারে ।’এখানেই শেষ নয়, শাসক দলের বিরুদ্ধে চুরির অভিযোগ করে রুদ্রনীল ঘোষ বলেন, ‘পঞ্চায়েতের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তার বাকি যা যা প্রকল্প হোক যে টাকা পাঠাচ্ছে তা চুরি হয়ে যাচ্ছে । যাতে চুরি না হয় শুধু বিজেপির টাকা নয়, তৃণমূলের টাকাও তৃণমূল চুরি করছে । এসব কী হচ্ছে আমরা টুকে ফাস্ট হতে চাই না আমরা ভালো ফলাফল করতে চাই । যাতে চুরি না হয় সেই জন্য চোরমুক্ত পঞ্চায়েত তৈরিই আমাদের লক্ষ্য। মানুষের সমর্থনে আমরা নতুন বাংলা গড়তে চাই।’

Suvendu Adhikari : ‘মমতা ও ইয়েচুরি একসঙ্গে বিরিয়ানি-ফিস ফ্রাই খেয়েছে…’, CPIM কর্মীদের বার্তা শুভেন্দুর

সম্প্রতি রায়নার সভামঞ্চ থেকে পুলিশকে তীব্র আক্রমণ করেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। মঞ্চ থেকে তিনি দাবি করেছিলেন, শাসকদলের থেকে কাটমানির টাকা খায় পুলিশ। সেই কারণেই রাস্তায় বসে ডিএ-এর জন্য যারা আন্দোলন করছেন, তাদের পাশে পুলিশকে দেখা যায় না। কাটমানি না পেলে তারাও বাটি হাতে ওখানে বসত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *