Saayoni Ghosh Income | কত টাকা আয় করেন সায়নী ঘোষ?


নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া চলাকালীন আচমকাই ডাক যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে। রাজনীতিতে নবাগতা তকমা ঝেড়ে ফেলে গত কয়েক বছরের মধ্যেই দাপুটে ব্যক্তিত্বে জোড়াফুল শিবিরে জায়গা করে নিয়েছেন সায়নী। অভিনেত্রী হওয়ার দরুণ তাঁর জনপ্রিয়তাও তুঙ্গে। এহেন অভিনেত্রী তথা যুব তৃণমূল নেত্রী ফ্ল্যাট কেনায় নিয়োগ দুর্নীতি অভিযুক্ত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের যোগসূত্র আলোচনায়। আদৌ কুন্তলের সঙ্গে কোনও রকম আর্থিক যোগ ছিল কিনা সায়নী তাই নিয়েই জানতে চায় ইডি। এরই মাঝে নজরে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষের সম্পত্তির খতিয়ান।

Saayoni Ghosh News : ‘কুন্তলের সঙ্গে লেনদেন নয়’, কোথা থেকে এল ফ্ল্যাট কেনার টাকা? বললেন সায়নী

একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। সেসময় তাঁর জমা দেওয়া সম্পত্তির খতিয়ানেই জানা গিয়েছিল তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি সহ আয়ের খতিয়ান। সেই খতিয়ান থেকেই জানা যায়, সায়নীর মাথার উপর রয়েছে একাধিক লোনের বোঝা। রয়েছে বিলাসবহুল গাড়ি ও একাধিক ফ্ল্যাট।

Saayoni Ghosh ED Summon: ‘গ্রেফতার হতে পারেন সায়নী…’, হুল দিবসের সভা থেকে কটাক্ষ সৌমিত্রের

নির্বাচন কমিশনে বিধানসভা ভোটের আগে জমা দেওয়া সায়নীর তথ্য অনুযায়ী, গাড়ি, বাড়ি, ক্রেডিট কার্ড বিভিন্ন খাতে একাধিক লোন রয়েছে সায়নীর। এমনকী নিজের মায়ের থেকেও ১৯ লাখ ৩৮ হাজার ১৯৫ টাকা ঋণ নিয়েছেন অভিনেত্রী। নির্বাচনী হলফনামায় প্রকাশিত তথ্য অনুযায়ী যাদবপুরে লীলাদীপ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট, গাড়ির জন্য ঋণ ছাড়াও একটি পার্সোনাল লোনও রয়েছে তাঁর নামে। ২০২০-২১-এর তথ্য অনুযায়ী ঋণের মোট পরিমাণ ৬৪ লাখ ৪৫ হাজার ৫৫৬ টাকা। বর্তমানে তাঁর ঋণের পরিমাণ বেড়েছে বা কমেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

Saayoni Ghosh News: টলিউড ছেড়ে ‘বাম মনস্ক’ নেত্রী হঠাৎ ঘাসফুলে, কেন রাজনীতিতে যোগ দিয়েছিলেন সায়নী?

২০১৯-২০ অর্থবর্ষে ৪৯ লক্ষ ২ হাজার ৫৬৮ টাকা ৩২ পয়সা আয় করলেও ভোটে লড়ার সময় তাঁর হাতে মাত্র ৩২ হাজার ৭৭৫ টাকা নগদ অর্থ ছিল। যা দেখে অনেকেই বিস্মিত। যদিও এই নগদের হিসাবটিও দুবছর আগে। কিন্তু যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী বিনিয়োগের তালিকাও বেশ লম্বা। সায়নীর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। মায়ের সঙ্গে জয়েন্ট ছাড়াও ব্যক্তিগত অ্যাকাউন্টেও সঞ্চয় রয়েছে তাঁর। টার্ম ডিপোজিট সহ ব্যাঙ্কে বিভিন্ন অ্যাকাউন্টে রয়েছে মোট ১০ লাখ ৩৩ হাজার ৮২৫ টাকা।

Saayoni Ghosh : পান বিক্রি দিয়ে জীবন শুরু, কী ভাবে বিপুল জমি-ফ্ল্যাটের মালিক সায়নীর বাবা?

এছাড়া জীবনবীমা, পোস্টাল সেভিংস সহ, ইনসিওরেন্সেও রয়েছে লাখ লাখ টাকার বিনিয়োগ। ২০১৯-২০ অর্থবর্ষের হিসেব অনুযায়ী মোট বিনিয়োগ ৮ লাখ ৫২ হাজার ৩৭৬ টাকা।

নির্বাচনী নথিতে উল্লেখ, ২০১৭ সালে একটি হন্ডা জ্যাজ গাড়ি কিনেছিলেন সায়নী। গাড়িটির দাম ৬ লাখ ৭৭ হাজার ৩৬৯ টাকা। ঘনিষ্ঠদের দাবি, পরে সায়নীর গ্যারাজে গাড়ির সংখ্যা বেড়েছে যদিও তাঁর সমর্থিত কোনও নথি মেলেনি। সায়নী ঘোষের যাদবপুরের ফ্ল্যাটটির বাজার মূল্য ৩৪ লাখ টাকার বেশি।

Saayoni Ghosh Latest News: ‘ফের ডাকবে’, ১১ ঘণ্টা পর ইডি অফিস থেকে বেরিয়ে মন্তব্য সায়নীর

নিয়োগ দুর্নীতি মামলায় অভিনেত্রী তথা যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে ইডি জিজ্ঞাসাবাদের জন্য ৩০ জুন ডেকে পাঠায়। তাঁর আয় ও সম্পত্তির হিসেবে খতিয়ে দেখছে ইডি। এই প্রতিবেদনে তুলে ধরা সমস্ত তথ্য ২০২১ সালে ভোটে প্রতিদ্বন্দ্বিতার সময় অভিনেত্রী সায়নী ঘোষ যে হলফনামা জমা দিয়েছিলেন তাতে উল্লেখিত। তারপর চলতি অর্থবর্ষ অবধি তাঁর সম্পত্তির বৃদ্ধি বা নগদ ও ঋণ বাড়া কমা নিয়ে তথ্য নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *