South Bengal Weather: বৃষ্টি কমতেই আবারও কি ফিরছে দক্ষিণে দাবদাহ? জুলাইয়ের আবহাওয়ার পূর্বাভাস – south bengal weather update due to humidity there will be uneasiness but thunderstorm and little sprinkle of rain forecast on cards for some districts


বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গে ফের অস্বস্তিকর গরম। সকালে সূর্যের চড়া তেজ, সঙ্গে আবারও গরমে হাসফাঁস দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গত কয়েকদিনে সব জেলারই কম বেশি ২ থেকে চার ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। পারদ চড়তেই ফের দাবদাহের আশঙ্কায় কাঁটা বাংলা।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। সকালে কোনও কোনও জায়গায় চড়া রোদ ও কোনও কোনও জায়গায় আবার আকাশে মেঘের ঘোরাফেলা। আকাশ রৌদ্রকরোজ্জ্বল থাকুক অথবা মেঘলা অনুভূত হবে অস্বস্তিকর গরম। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমে হাসফাঁস অবস্থা হবে বঙ্গবাসীর। আপাতত তাপমাত্রা আর বাড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

Hooghly Weather: সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা না বৃষ্টি? কেমন থাকবে হুগলির আবহাওয়া জানুন

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, আপাতত যা তাপমাত্রা বাড়ার তা বেড়ে গিয়েছে। এখনই আর বাড়বে না। অতএব হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে বাংলায় দাবদাহের পরিস্থিতি ফিরছে না। সপ্তাহ পরে যদি আবহাওয়া বদলায় সেক্ষেত্রে হতে পারে তাপমাত্রায় বদল।

New Kolkata Museum : পুজোর আগে চালু কলকাতার নয়া মিউজিয়াম! আনা হচ্ছে রহস্যময় মমি

বর্ষার বৃষ্টি গেল কই?

দক্ষিণে বর্ষা এলেও একসপ্তাহের বেশি সে সুখ স্বস্তি টেকেনি। গরমে হাসফাঁস বাংলা খুঁজছে বৃষ্টি কই? আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সকালে গরম হলেও সন্ধে নামতেই বদলাবে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুত সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। সকালের আর্দ্রতাজনিত অস্বস্তি মিলিয়ে রাতে সামান্য ফিরবে স্বস্তি। মৃদুমন্দ বাতাসে কাটবে দমবন্ধ করা গুমোট গরম। তবে তাপমাত্রার আর বৃদ্ধি পাবে না, যা বেড়ে যাওয়ার বেড়ে গিয়েছে বলে আশ্বস্ত করেছে হাওয়া অফিস। আগামী 5, 6 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির একই পরিস্থিতি থাকবে।

Howrah Weather Today: আচমকা গরমের হলকা হাওয়া, সন্ধ্যা হতেই ঝমঝমিয়ে বৃষ্টি হাওড়া সহ এই জেলাগুলিতে

উত্তরে অব্যাহত বর্ষণ

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির এবং একটা বা দুটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায়। প্রথম ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুর। ৪৮ ঘণ্টা পর থেকে একটু কমবে বৃষ্টির পরিমাণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *