West Bengal Panchayat Polls : স্কুল চত্বরে তৃণমূলের ​পতাকা টাঙিয়ে বসল মদ-মাংসের আসর! বিতর্ক নদিয়ায় – the trinamool flag was hung in the school premises and the wine meat event was held election 23


West Bengal Election 2023 : পঞ্চায়েত ভোট চলে এসেছে দুয়ারে। নিজের মতো করে প্রচার শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল। আর এই প্রচার করার বিভিন্ন মাধ্যমের মধ্যেই তৃণমূলের বিরুদ্ধে উঠল এক গুরুতর অভিযোগ। রাতের অন্ধকারে সরকারি স্কুল খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে চলল মাংস ভাত খাওয়া দাওয়া। আর স্কুল চত্বরেই পড়ে রইল মদের বোতল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। গ্রামগঞ্জের প্রতি বুথে বুথে চলছে রাতের দিকে খাওয়া দাওয়ার আসর। একইভাবে নদিয়ার নবদ্বীপ বিধানসভার চরমাজদিয়া চরব্রক্ষ্মনগর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি সরকারি স্কুলে শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগিয়ে চলল মাংস ভাত খাওয়ার আয়োজন, অভিযোগ উঠল এমনই।

West Bengal Panchayat Election 2023 : গ্রাম দখলের লড়াই জারি চাঁচলে, রাতের অন্ধকারে BJP-র পোস্টার ছেঁড়ার অভিযোগ
গ্রামের মানুষকে নিমন্ত্রন করে চরমাজদিয়া গভর্নমেন্ট কলোনি জুনিয়র স্কুলে খাওয়ানো হল মাংস ভাত। স্কুলের চৌদ্দহির ভিতরেই পড়ে রইল মদের বোতল। আর এই নিয়েই অভিযোগ বিরোধীদের। বিরোধীদের অভিযোগ, তৃণমুল প্রার্থীরা ওই এলাকায় মাংস ভাত খাইয়ে ভোট কিনতে চাইছেন।
রাতের বেলায় স্কুলের চাবি পেল কোথায় তৃণমূল কংগ্রেস তা নিয়েও উঠেছে প্রশ্ন। স্কুলের ভিতরে মাইক এবং দলীয় পতাকা লাগিয়ে দেদার অনুষ্ঠান করার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এই বিষয়ে স্থানীয় এক BJP নেতা বলেছেন, ‘এটাই তৃণমূলের সংস্কৃতি।

Panchayat Nirbachan Violence : হাসনাবাদে তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগে CPIM কর্মীদের মারধর! জখম ৩
স্কুল ভবনকেও ওরা রাজনীতি থেকে দূরে রাখতে পারে না। তৃণমূলের এমন অবস্থা হয়েছে যে মাংশ ভাত খাইয়ে ভোট নিতে হচ্ছে। তাও আবার রাতের অন্ধকারে স্কুলের ভিতরে। বসেছে মদের আসরও। আর এদিকে সকালে স্কুল খোলার পর ছোট ছোট পড়ুয়ারা এসে এই জিনিসগুলি দেখছে।

Mid Day Meal : মিড ডে মিলে আমিষের বদলে আম-দুধ! চেটেপুটে পাতা সাফ পড়ুয়াদের
এটা একটা চূড়ান্ত অরাজকতা’। স্থানীয় এক CPIM নেতা আবার প্রশ্ন তুলেছেন রাতের অন্ধকারে স্কুলের চাবি কি করে পেল তৃণমূল। বলেছেন, ‘আগে দেখতে হবে স্কুলের চাবি তৃণমূল নেতাদের হাতে কে তুলে দিল। এটা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ কাজ। স্কুলে অনেক জরুরি তথ্য থাকে। সেগুলো যে কারোর হাতে চলে যেতে পারে। আর মদ খাওয়া তো তৃণমূলের সংস্কৃতির একটা অংশ’।

WB Panchayat Election : ‘আগে কাজ, পরে ভোট!’ প্রচার নিষিদ্ধ করে রুখে দাঁড়াল গোটা গ্রাম
যদিও মদ খাওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় এক তৃণমূল কর্মী জানান, ‘রবিবার ছুটির দিন উপলক্ষ্যে একটা ছোট পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখানে গ্রামের মানুষ অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে কোথাও মদ্যপান করা হয়নি। এগুলি মিথ্যে অভিযোগ’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *