Bratya Basu : অসহ্য যন্ত্রণা! দলীয় প্রচারে যাওয়ার পথে হঠাতই মালদা মেডিক্যালে শিক্ষামন্ত্রী ব্রাত্য – minister bratya basu feel heavy tooth ache and treated in malda medical college hospital


শনিবার পঞ্চায়েত নির্বাচন। গ্রাম বাংলার নির্বাচনে ঘিরে এখন তুঙ্গে চলছে প্রচার। নির্বাচনী প্রচারে যাওয়ার পথে বিপাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu Minister)। কলকাতা থেকে দক্ষিণ দিনাজপুর যাওয়ার পথে দাঁতের যন্ত্রণায় কাহিল শিক্ষামন্ত্রী। তড়িঘড়ি চিকিৎসার জন্য তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। মালদা মেডিক্যাল কলেজের দন্ত বিভাগের চিকিৎসকরা দ্রুত শিক্ষামন্ত্রীর দাঁতের চিকিৎসা শুরু করেন।

Kolkata High Court : হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের! ‘রাজ্যপালের উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত বৈধ’
হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার বেশ কিছুক্ষণ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে দাঁতের চিকিৎসা চলে ব্রাত্যর। শিক্ষামন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতারাও তড়িঘড়ি সেখানে উপস্থিত হন। চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসার পর বেশ কিছুটা সুস্থ বোধ করেন ব্রাত্য। তাঁর ব্যাথাও খানিক কমে। সুস্থ হওয়ার পরই মালদা থেকে ফের দক্ষিণ দিনাজপুরের উদ্দেশে রওনা দেন ব্রাত্য। হাসপাতাল থেকে রওনা হওয়ার সময় মালাদা মেডিক্যালের চিকিৎসা পরিকাঠামোর প্রশংসা শোনা যায় শিক্ষামন্ত্রীর গলায়।

North Bengal University : ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের! মুখ খুললেন NBU-র প্রাক্তন উপাচার্য
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বেরনোর সময় ব্রাত্য বলেন, ‘আমার পুরনোর দাঁতের সমস্যা ছিল। সেটায় আবার সংক্রমণ হয়েছিল। সেখানে প্রচণ্ড ব্যাথা হচ্ছিল। সেই কারণেই হাসপাতালেই আসা। চিকিৎসকরা দেখেছেন। আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। সেই ওষুধ খেয়েছি। আমরা দক্ষিণ দিনাজপুরে দুটি মিটিং রয়েছে। এখন সেখানেই যাচ্ছি। মালদা মেডিক্যালের পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো।’

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee CM) বিশেষ আস্থাভাজন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ব্রাত্যর অত্যন্ত সুসম্পর্ক। সেই কারণে প্রত্যেক নির্বাচনের আগেই জেলায় জেলায় প্রচারের জন্য ব্রাত্যকে পাঠায় দল। একদিনে নাট্যকার হিসেবে তাঁর পরিচিতি অন্যদিকে স্বচ্ছ ভাবমূর্তির কারণেই ব্রাত্যেকে পছন্দ তৃণমূল নেতৃত্বের।

Mamata Banerjee Governor CV Ananda Bose: ‘আপনি ঠিক আছেন তো?’ কপ্টার বিভ্রাটে মুখ্যমন্ত্রীর চোটের খবর পেয়েই ফোন রাজ্যপালের, বার্তা পার্থর
অন্যদিকে একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। সরকারের মতামত না নিয়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল, এমনটাই দাবি নবান্নের। শিক্ষায় রাজ্যপালের ‘অপ্রয়োজনীয়’ হস্তক্ষেপ নিয়ে আগেই তীব্র আক্রমণ করেছিলেন ব্রাত্য। ‘ভাসা ভাসা কথা না বলে অবস্থান স্পষ্ট করুন’, রাজ্যপালের উদ্দেশে ব্রাত্যকে এমন কড়া মন্তব্যও করতে শোনা গিয়েছে ব্রাত্যকে। সম্প্রতি ৩১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল বোস ও শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছে ১৪টি শিক্ষক সংগঠন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে বেছে নিয়েছে সরকার। উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত আরও তুঙ্গে ওঠে কি না, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *