CPIM Candidate : এক পা নিয়ে কাঁধে লাল ঝাণ্ডা! চন্দ্রকোণায় CPIM-র বাজি বছর চব্বিশের শম্ভু – cpim candidate samnbhu contesting from chandrakona area paschim medinipore


দীর্ঘ ৩৪ বছর রাজ্য শাসন, ১০ বছর বিরোধী দলের থাকার পর ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় শূন্য হয়ে গিয়েছে বামেরা। রাজ্য বিধানসভায় একজনও বাম সদস্য নেই। তাই এবারের পঞ্চায়েত নির্বাচন বামেদের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। প্রার্থী চয়নে প্রথম থেকেই অভিনবত্বের ছোঁয়া বজায় রাখতে চেয়েছে সিপিএম জেলায় জেলায় কমবয়সী মুখদের প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছে।

এক পায়ে ভর করে, বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে, সামিল হয়েছে ২৪ বছরের তরুণ। তাঁর নাম শম্ভু ভাঙ্গি। বছর চব্বিশের প্রতিবন্ধী শম্ভু পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের, বালা গ্রামের বাসিন্দা। এবার পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থী করেছে শম্ভুকে। কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রাম থেকে এবার শম্ভুকে প্রার্থী করেছে।

West Bengal Panchayat Nirbachan : ‘নতুন সিপিএম’ তৈরিই লক্ষ্য! এই জেলায় পঞ্চায়েতে নব প্রজন্মই ভরসা লাল ঝান্ডার
এক পায়ে ভর করে, বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে ভোটকেন্দ্রে প্রচারে ঝড় তুলেছেন শম্ভু। প্রতিনিয়ত দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোট প্রচার করছেন তিনি। শম্ভুর মতো কর্মীদের দেখে কিছুটা হলেও অক্সিজেন পাচ্ছে বাম নেতৃত্ব। এলাকার সিপিএম কর্মী সমর্থকরাও মনোবল পাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, এবারের পঞ্চায়েত নির্বাচনে সেখানে প্রার্থী দিতে বেগ পেতে হয় সিপিএম নেতৃত্বকে। সুস্থ সবল বাম কর্মীরা যেখানে প্রার্থী হতে অস্বীকার করেছিল, সেখানে এক পায়ে ভর করে চলা শম্ভু ও তাঁর পরিবারের সদস্যরা, দলীয় নির্দেশ অমান্য করেনি। দলের নির্দেশ এমনই দলের নেতাদের দাবি।

West Bengal Panchayat Election : স্ত্রীর কাঁধে লাল ঝান্ডা, TMC নেতা হয়েও ‘হাসি’ মুখে প্রচারে পতিব্রতা স্বামী
শম্ভুর পরিবার ও স্থানীয় সূত্রে খবর, ছোটবেলায় দুর্ঘটনায় বাদ পড়েছে তাঁর ডান পা। এখন চলাফেরার সম্বল বাঁ-পা ও একটি লাঠি। শম্ভুর কথায় বাপ-ঠাকুরদারা সিপিএমের সক্রীয় কর্মী। সিপিএম করার ফলে ২০১১ সালে সরকার পালাবদলের পর দল তৃণমূল ক্ষমতায় আসলেও, সিপিআইএম করার জন্য কোনও সরকারি সুযোগ-সুবিধা তাঁকে দেওয়া হয়নি। এমনকী সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কেউ, এমনই অভিযোগ শম্ভুর। আর সেই ঘৃণা থেকেই এ বার পঞ্চায়েতে নির্বাচনের প্রার্থী হওয়া। ভোট প্রচারে তৃণমূলের দুর্নীতি এলাকার অনুন্নয়নকে সামনে রেখে চলছে প্রচার। তৃণমূলকে হারানোয় এবার পঞ্চায়েত নির্বাচনে শম্ভুর সব থেকে বড় চ্যালেঞ্জ।
Panchayat Election in West Bengal : বীরভূমে ভোটের ময়দানে মূক-বধির প্রার্থীতেই ভরসা বামেদের, ইশারাতেই চলছে প্রচার!
শম্ভু বলেন, ‘দুর্ঘটনার কারণে আমার ডান পা বাদ পড়েছিল। আমার পরিবার প্রথম থেকে সিপিএমের সমর্থক। সিপিএম করার কারণে কোনও সরকারি সুবিধা আমি পাইনি। সব সুবিধা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। সেই রাগ থেকে আমি এবার প্রার্থী হয়েছি। সিপিএমকে হারানোয় এবার আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *