CV Ananda Bose : রাজ্যপালের পা জড়িয়ে কাঁদলেন নিহতের মেয়ে – the daughter of the deceased tmc worker cried holding the governor feet


এই সময়, বাসন্তী: বাসন্তীর গাগরামারি গ্রামে শনিবার রাতে খুন হয়েছিলেন যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা (৪২)। রবিবার আবার চাতরাখালিতে যুব তৃণমূলের সঙ্গে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের মুখে ক্রমেই অগ্নিগর্ভ হয়ে উঠছে বাসন্তী। এই পরিস্থিতিতে সোমবার উত্তরবঙ্গ সফর সেরে রাজ্যপাল সিভি আনন্দ বোস সরাসরি চলে আসেন বাসন্তী। এ দিন নিহত জিয়ারুল মোল্লার মেয়ে রাজ্যপালের পা জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।

Basanti Murder Case : কে হিংসা ছড়াচ্ছে সেটা বড় নয়, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন : রাজ্যপাল
রাজ্যপাল প্রথমে এসে ওঠেন ক্যানিংয়ের সেচ দপ্তরের বাংলোয়। তারপর তাঁর কনভয় যায় কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের গাগরামারি গ্রামে। রবিবার যেখানে যুব তৃণমূলের সঙ্গে তৃণমূল সমর্থিত নির্দলদের লড়াইয়ে বোমাবাজি হয়। মাথা ফাটে যুব তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী আনারুল সর্দারের। এ দিন রাজ্যপাল এসে আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেন। এলাকার মানুষকে নিজের পিস রুমের নম্বরও দিয়ে আসেন। পাশাপাশি গ্রামের কচিকাঁচা ও মহিলাদের রাজভবন থেকে আনা মিষ্টি, লাড্ডু, ফল দেন রাজ্যপাল।

CV Ananda Bose : ক্যানিং-কোচবিহারের পর এবার বাসন্তীতে রাজ্যপাল, নিহতের পরিবারের সঙ্গে করবেন সাক্ষাৎ
রাজ্যপালের পরের গন্তব্য ছিল পাশের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালি। শনিবার যেখানে রাতে বাড়ি ফেরার পথে আততায়ীদের হাতে খুন হয়েছিলেন জিয়ারুল মোল্লা নামে যুব তৃণমূলের এক কর্মী। ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাসের কাছ থেকে বিস্তারে সব কিছু শোনেন রাজ্যপাল। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তারপর ক্যানিংয়ের সেচ দপ্তরের বাংলোয় ফিরে আসেন।

Governor Of West Bengal : বাসন্তীতে রাজ্যপাল, বোসের সাক্ষাতের অপেক্ষায় জিয়ারুলের পরিবার
রাজ্যপাল নিহত জিয়ারুলের মেয়েকে রবিবার উত্তরবঙ্গ থেকে ফেরার পথে ফোন করলেও বাড়ির এত কাছ এসেও ফিরে যাওয়ায় পুলিশ-প্রশাসনকে কাঠগড়ায় তোলেন মৃতের বড় মেয়ে মানুয়ারা পিয়াদা। মানুয়ারা এ বার কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন। রাজ্যপাল জিয়ারুলের বাড়ি না যাওয়ায় হইচই শুরু হলে আনন্দ বোসের পিএ ফোন করে মানুয়ারাকে ক্যানিংয়ের আসতে বলেন। মানুয়ারা স্বামী ও ভাইকে নিয়ে চলে যান রাজ্যপালের কাছে। রাজ্যপালকে দেখেই পা জড়িয়ে কেঁদে ফেলেন মানুয়ারা। বাবার খুনের কিনারার জন্য সিবিআই তদন্তের আবেদন করেন। রাজ্যপাল মানুয়ারাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্যের কথাও বলেছেন।

Panchayat Election 2023 : দিনভর কোচবিহারে ‘গ্রাউন্ড জিরো রাজ্যপাল’! গেলেন নিহতদের বাড়িতে, কথা বিরোধীদের সঙ্গেও
পরে রাজ্যপাল সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট নির্বাচন কমিশনকে অবাধ নির্বাচন করার জন্য বলেছে। কমিশন তা মেনে চলুক। ভোট আসলেই রাজ্যে রক্তের হোলি খেলা হয়। তা বন্ধ করতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *