Dengue In Kolkata 2023 : ডেঙ্গি মোকাবিলায় কড়া পুরসভা, ৩ দিনে জমা জল সাফ না হলেই খসবে লাখ টাকা! – kmc has taken hard steps to prevent dengue in kolkata this year


ডেঙ্গি মোকাবিলায় আরও এক পদক্ষেপ। ফাঁকা জমিতে আবর্জনা জমা করে রাখার জন্য জমির মালিকদের ওপরে কড়া জরিমান ধার্য করার পর এবার নির্মীয়মান বিল্ডিংগুলিতে নজর কলকাতা পুরসভার। এই ক্ষেত্রে ইতিমধ্যেই বেশকিছু বিল্ডিংকে চিহ্নিত করা হয়েছে পুরসভার পক্ষে থেকে এবং কর্তৃপক্ষকে নির্মাণস্থলে জমে থাকা জল পরিষ্কার করার নির্দেশও দেওয়া হয়েছে। আর যদি ৩ দিনের মধ্যে জমে থাকা জল পরিষ্কার করা না হয় তাহলে মিউনিসিপাল ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করবে পুরসভা এবং ১ লাখ টাকা জরিমানা করার জন্য আবেদন জানানো হবে। আবার যদি দেখা যায় যে কোনও জায়গায় বাড়ির মালিক প্রচুর পরিমানে আবর্জনা জমা করে রেখেছেন তাহলে পুরসভা তা পরিষ্কার করে দিতে পারে এবং তার প্রেক্ষিতে বাড়ি মালিকের থেকে বকেয়া আদায় করতে পারে।

Dengue : নিকাশি-নালার বেহাল দশা! বাঁকুড়ায় মিলল ডেঙ্গি আক্রান্তের সন্ধান
বাড়ি ও নির্মীয়মান বিল্ডিংগুলিতে নোটিশ দেওয়ার পাশাপাশি পুরসভার স্বাস্থ্য দফতর বেশকিছু সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালকেও চিহ্নিত করেছে। সেই জায়গাগুলিতে বিশেষ অভিযান চালাবেন পুরসভার আধিকারিকেরা। এক্ষেত্রে পুরসভার স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, ডেঙ্গি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে প্রয়োজনে সরকারি সংস্থাগুলির ওপরে জরিমানা ধার্য হবে।

Dengue In Kolkata : ‘গন উইথ ফগিং’… মশা নয় টাকা! উৎসে লার্ভা বিনাশই একমাত্র উপায়
পুরসভার স্বাস্থ্য দফতরের আরও এক আধিকারিক জানাচ্ছেন, কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল ক্র্যাক টিম ইতিমধ্যেই খিদিরপুর, বেহালা, টালিগঞ্জ-যাদবপুর, গড়িয়া এবং ইএম বাইপাস সংলগ্ন মুকুন্দপুর, পূর্বাচল, গরফা, কসবা, পাটুলির মতো এলাকা পরিদর্শন করেছে এবং যে সমস্ত নির্মাণস্থলগুলিতে জল জমে রয়েছে তা চিহ্নিত করেছে।

Dengue in Kolkata : শহরে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, মোকাবিলায় নজর পুরভবনেও
পুরসভা সূত্রে খবর, এই জয়াগাগুলির মধ্যে বেশ কয়েকটিই গতবছর ডেঙ্গির হটস্পট ছিল। এক্ষেত্রে পুরসভার স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানাচ্ছেন, গত বছরের ডেঙ্গির প্রাদুর্ভাব থেকে শিক্ষা নিয়েই ইএম বাইপাস, টালিগঞ্জ, যাদবপুরের মতো জায়গাগুলিতে আগেভাগে নজরদারি শুরু করা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে নির্মীয়মান ভবনগুলিতে এবং বেহালা, টালিগঞ্জ, গড়িয়া এবং সংলগ্ন ইএম বাইপাসের বেশকিছু জায়গায় বৃষ্টির জল জমে থাকতে দেখা গিয়েছে। তাদের ইতিমধ্যেই জমা জল পরিষ্কারের জন্য নোটিশ দেওয়া হয়েছে। নয়তো সেই বিল্ডিংগুলির কর্তৃপক্ষের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, প্রায় প্রতিবছরই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হয় বেশকিছু মানুষকে। ডেঙ্গি মোকাবিলায় প্রশানরে তরফে লাগাতর পদক্ষেপও করা হয়। এক্ষেত্রে তারই অংশ হিসেবে এবার আগেভাগেই ময়দানে নামলো কলকাতা পুরসভা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *