Dry Day 2023: দার্জিলিং টু দিঘা, ৫ দিন বন্ধ মদের দোকান! খোলা যাবে না পানশালাও – liquor shops will remain closed during panchayat election 2023


সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর! পঞ্চায়েত ভোটের জন্য জেলায় জেলায় বন্ধ থাকবে মদের দোকান, খোলা যাবে না পানশালাও। এমনকী হোটেল-রিসর্টে মদ পরিবেশনও বন্ধ রাখতে হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় এই নিয়ে নির্দেশিকা জারি হয়েছে। আবগারি দফতরের কর্তারা বলছেন, নিয়ম মতোই ভোটের ৪৮ ঘণ্টা আগে বন্ধ হয়ে যাবে মদ কেনাবেচা। সঙ্গে পুনর্নিবাচন হওয়ার দিন সেই এলাকায় বন্ধ থাকবে দোকান। পাশাপাশি ভোটের ফল ঘোষণার দিনেও বন্ধ থাকবে মদের দোকান। স্বাভাবিকভাবেই রাজ্যের প্রায় সমস্ত পর্যটনকেন্দ্রেই মদ কেনাবেচা বন্ধ থাকবে। সব মিলিয়ে প্রায় ৫ দিন বন্ধ থাকবে মদের দোকান। এই খবরে মন খারাপ ‘সুরা-রসিকদের’। উইকেন্ডে পানশালায় কাটাতে না পারায় চিন্তায় পড়েছেন অনেকেই।

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে নিয়ম মতো রাজ্য নির্বাচন কমিশন সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। জেলায় জেলায় আলাদা করে বিজ্ঞপ্তি জারি করেছে আবগারি দফতর। সেখানে জানানো হয়েছে, ৬ জুলাই বিকাল ৫টা থেকে ৮ জুলাই বিকাল ৫টা অবধি পঞ্চায়েত ভোট যে সমস্ত এলাকায় হচ্ছে সেখানে মদের দোকান বা পানশালা বন্ধ রাখতে হবে। এমনকী হোটেল-রেস্তরাঁতেও মদ বিক্রি করা যাবে না। ১১ জুলাই ফলঘোষণা করা হবে। ওই দিনও সুরা কেনাবেচা বন্ধ রাখতে হবে। অন্যদিকে, ১০ জুলাই পুনর্নিবাচন যে সব জায়গায় হবে, সেখানেও মদ বিক্রি বন্ধ থাকবে। সব মিলিয়ে ৫ দিন ধরে মদ বেচাকেনার উপর প্রভাব পড়তে চলেছে।

পূর্ব মেদিনীপুর জেলার নির্দেশিকা
পাঁচ দিনের সরকারি নিষেধাজ্ঞার জেরে ব্যবসা মার খাবে বলে আশঙ্কা করছেন মদের দোকান মালিক থেকে শুরু করে পানশালা বা হোটেল-রেস্তরাঁ মালিকরা। তাঁদের কথায়, ‘পাঁচদিন মদের দোকান বন্ধ থাকলে, ব্যবসার অনেকটাই ক্ষতি হবে। কিন্তু কমিশনের নিয়ম মেনে এটা করা ছাড়া আমাদের কোনও উপায় নেই।’

দার্জিলিং জেলার নির্দেশিকা
সাধারণত সমস্ত ভোটের ক্ষেত্রেই, এই নিয়ম মানা হয়। তার মূল কারণ, কোনওভাবে মদের মাধ্যমে অর্থাৎ খাইয়ে বা বোতল হাতে তুলে দিয়ে যাতে ভোটারদের কেউ প্রভাবিত করতে না পারে। তারপরেও যদিও বিভিন্ন সময়ে ভোটের আগের দিন ‘মদ-মাংস’ খাইয়ে নানাভাবে প্রভাবিত করার অভিযোগ উঠেছে বহুবার। যদিও কমিশন সেদিকেও কড়া নজর রাখে। সঙ্গে অভিযোগ উঠলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়।

Alcohol Price: নতুন মাসে বাড়ছে মদের দাম! কত টাকা বেশি দিতে হবে?
Liquor Sale: পশ্চিমবঙ্গে এক সঙ্গে কতটা মদ কেনা যায়? নিয়ম না মানলেই হতে পারে মোটা জরিমানা

Humayun Kabir: ‘খান কিন্তু পরিমাণে খান’, হুমায়ুন কী খেতে বলায় এত বিতর্ক!

তবে সমস্যা রয়েছে আরও একটি, কলকাতাবাসীর ভোট না থাকলেও ছুটির দিনে দূরে কোথাও গেলে সুরারসিকরা মদ পাবেন না। ফলে আগে থেকেই তাঁদের মদ কিনে রাখতে হবে। পঞ্চায়েত ভোট যে যে এলাকায় হচ্ছে সেখানে ওই দিনগুলি ড্রাই ডে হিসেবে ঘোষণা করা হচ্ছে। তবে কলকাতার ক্ষেত্রে মদ কেনাবেচায় কোনও সমস্যা নেই। খোলা থাকবে সমস্ত দোকানই-পানশালা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *