Fake Call Centre In Kolkata : পার্ক স্ট্রিটে কলসেন্টার খুলে অনলাইনে অজ়িদের প্রতারণা! – australians are cheated online cheated by a kolkata location call centre


এই সময়: সামনে তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস। তার আড়ালে ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণা করা হতো বিদেশি নাগরিকদের। তারপরে সেই কলসেন্টার থেকে টাকা খাটানো হতো হাওয়ালার কারবারে। এভাবে প্রতারণার ফাঁদে পড়ে অস্ট্রেলিয়ার কয়েকজন নাগরিক অভিযোগ জানিয়েছিলেন লালবাজারের সাইবার থানায়। তার ভিত্তিতে সোমবার ভোরে পার্ক স্ট্রিটের ইলিয়ট রোডে সেই ভুয়ো কলসেন্টারে হানা গিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করল পুলিশ। লালবাজারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, কোনও একটি ভুয়ো কলসেন্টারের মামলায় একসঙ্গে এতজনের গ্রেপ্তারি সাম্প্রতিক অতীতে ঘটেনি। ধৃতদের মধ্যে কলসেন্টারের দুই মালিকও রয়েছেন।

Cryptocurrency News : টেলিগ্রাম-যোগাযোগে ক্রিপ্টোকারেন্সির টোপ, ৭০ লাখের প্রতারণা!
গোয়েন্দারা জানান, মূলত অস্ট্রেলিয়ার নাগরকিদের টার্গেট করে যোগাযোগ করা হতো এই কল সেন্টার থেকে। খুব কম খরচে তাঁদের কম্পিউটারকে প্রযুক্তিগত নিরাপত্তা দেওয়ার জন্য ‘অ্যান্টি ভাইরাস প্রোটেকশন ডিভাইস’ কেনার প্রস্তাব দেওয়া হতো। কেউ কেউ তাতে রাজি হলে তাঁদের গিফট কুপনেরও টোপ দেওয়া হতো। একদিকে কম্পিউটারের সুরক্ষা, অন্যদিকে গিফট কুপন–এই দুইয়ের আশায় অনলাইনে পেমেন্টও করে দিতেন অনেকে।

Cyber Crime : সাইবার প্রতারণার শিকার? এক ফোনে মুশকিল আসান করবে পুলিশ, জানুন Helpline Number
কিন্তু শেষমেশ কাউকে অ্যান্টি ভাইরাস প্রোটেকশনও দেওয়া হতো না, গিফট কুপনের সুবিধা তো নয়ই। গোয়েন্দারা জানিয়েছেন, গত বারো বছরে এভাবে অস্ট্রেলিয়ার কয়েক হাজার নাগরিক এই প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু কিছুতেই এই ভুয়ো সংস্থাটিকে চিহ্নিত করতে পারছিলেন না গোয়েন্দারা। সোমবার এই প্রতারণা চক্রেরই পর্দাফাঁস হয়।

এদিন এই ভুয়ো কলসেন্টারের অফিসে হানা দিয়ে গোয়েন্দারা দেখেন, ৯০টি টেবিলে কাজ চলছে। এই অফিস থেকে ৮৯টি কম্পিউটর, ৮৯টি সিপিইউ, ৮১টা মোবাইল ফোন, একাধিক হার্ড ডিস্ক সহ আরও বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) শঙ্খশুভ্র চক্রবর্তী বলেন, ‘এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের যোগসাজশ থাকতে পারে।

STF West Bengal : সিম কার্ড ব্যবহার করে জঙ্গিমূলক কার্যকলাপের পর্দাফাঁস, দত্তপুকুর থেকে STF-এর জালে ২
তদন্ত করে দেখা হচ্ছে।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ভুয়ো কলসেন্টারে তল্লাশি চালিয়ে প্রথমে ৬০ জনকে আটক করা হয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের মধ্যে অনেকে এই সংস্থায় নতুন কাজে যোগ দিয়েছিলেন। তাঁদের প্রাথমিক জেরার পরে ছেড়ে দেওয়া হয়। বাকিদের প্রতারণা, জালিয়াতির পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *