এই মুহূর্তে জাহ্নবী কাপুর খুব ব্যস্ত শিডিউলের মধ্যে রয়েছেন। উলঝা ছবির শুটিং শুরু হয়েছে। আর সেই সিনেমার প্রথম দফার শ্যুটিং সেরে মুম্বই ফিরলেন নায়িকা। ছবির শুটিং-এর জন্য লন্ডনে দীর্ঘ সময় ছিলেন জাহ্নবী। লন্ডন থেকে ফেরার পর তাঁকে (Janhvi Kapoor) মুম্বই এয়ারপোর্টে দেখা গেল। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও চিত্র সাংবাদিকের হাল হকিকত জানতে ভুললেন না। লন্ডন থেকে ফিরেই কার খোঁজ করলেন জাহ্নবী? বিস্তারিত জানতে দেখুন ভিডিয়ো। বিনোদন সংক্রান্ত যাবতীয় খবর সবার আগে জানতে আপনাদের সর্বদা চোখ থাকুক আমাদের এই সময় ডিজিটালে।