Mamata Banerjee : দাম বাড়ছে, নজর নেই প্রধানমন্ত্রীর! ক্ষুব্ধ মমতা – the price of vegetables has exceeded in whole country mamata banerjee slams central government in this issue


এই সময়: পঞ্চায়েতের প্রচারের পারদ চড়িয়েছে সব্জির আগুন দাম। সোমবার এনিয়ে কেন্দ্রকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেই আনাজের দাম মাত্রা ছাড়িয়েছে। উদাহরণ দিতে গিয়ে বিভিন্ন রাজ্যে আনাজের বাজার দরও তুলে ধরেন মমতা। এদিন বীরভূমের দুবরাজপুরে দলীয় ভার্চুয়াল সভায় তিনি বলেন, ‘কিছু কিছু জিনিসের দাম গোটা ভারতেই বেড়েছে। সেদিকে প্রধানমন্ত্রীর কোনও নজর নেই। মহারাষ্ট্রে টোম্যাটোর দাম প্রায় ১৩০ টাকা, কর্ণাটকে ১৪০, দিল্লিতে ১৫০ টাকা। ঢেঁড়স, বেগুন সব কিছুর দাম বেড়ে গিয়েছে।’

West Bengal Election 2023 : ভেজি-প্রাইসে ‘ভেজা ফ্রাই’! প্রচার ভোটে, পালটা জ্বালানি-তোপ তৃণমূলের
আনাজের দাম বৃদ্ধি ঠেকাতে রাজ্য সরকারের পদক্ষেপ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সুফল বাংলা ইতিমধ্যেই চালু করেছি। আরও বেশি করে সুফল বাংলা আমরা বাজারে বাজারে পাঠাচ্ছি। গরিব মানুষরা সেখান থেকে আনাজ কিনতে পারবেন।’ এরপরই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘রান্নার গ্যাসের দাম ১২০০ টাকা। সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গিয়েছে।’ এই প্রসঙ্গে পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘কলকাতার বাজারে কাঁচালঙ্কা চারশো টাকা। বেলডাঙার লঙ্কা কি নরেন্দ্র মোদীর বাগানে চাষ হচ্ছে?’

Vegetable Price Hike : কাঁচা আনাজের আকাশছোঁয়া দাম বৃদ্ধি, কারণ খতিয়ে দেখতে বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও বাজারে গিয়ে আনাজের দাম সম্পর্কে খোঁজখবর নিতে দেখা গিয়েছে। সোমবার ভাঙড় থেকে কলকাতায় ফেরার পথে বাসন্তী হাইওয়ের উপর পাগলাহাটে নেমে তিনি স্থানীয় সব্জি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। দাম জানতে চান। মিনিট দশেক তিনি পাগলাহাটের বাজারে ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *