Panchayat Election 2023 : তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ! ব্যাপক মারধর BJP বিধায়কের আত্মীয়দের – relatives of bjp mla severely beaten for allegedly tearing trinamool flag election 23


Wb Panchayat Election : তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগে বেশ কিছু BJP সমর্থক ও বিধায়ক চন্দনা বাউরির আত্মীয়দের ব্যাপকভাবে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় চারজনকে ভর্তি করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়া শালতোড়ার কেলাই গ্রামে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য গ্রাম জুড়ে লাগানো হয়েছিল তৃণমূলের দলীয় পতাকা। অভিযোগ বাড়ির সামনে লাগানো তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দেন BJP সমর্থক ও চন্দনা বাউরির আত্মীয়রা।

Panchayat Nirbachan Violence : হাসনাবাদে তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগে CPIM কর্মীদের মারধর! জখম ৩
এরপরেই ওই পরিবারের উপরে চড়াও হয় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী, অভিযোগ এমনই। শুরু হয় বচসা। আচমকা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে ওই চারজন BJP কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই চারজনকে নিয়ে আসা হয় স্থানীয় অমরকানন গ্রামীণ হাসপাতালে।

West Bengal Panchayat Election 2023 : গ্রাম দখলের লড়াই জারি চাঁচলে, রাতের অন্ধকারে BJP-র পোস্টার ছেঁড়ার অভিযোগ
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক চন্দনা বাউরি। পরে ওই চারজনকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিধায়ক চন্দনা বাউরি নিজে গাড়ি করে ওই চারজন আহত ব্যক্তিকে নিয়ে এসে ভর্তি করেন বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Panchayat Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন! ডোমজুড়ে শুরু শাসক বিরোধী তরজা
এই বিষয়ে বিধায়ক চন্দনা বাউরি বলেন, ‘তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেননি আমার পরিবারের লোকজন। শুধু মাত্র BJP করার অপরাধে আমার পরিবারের ওপর এই হামলা করা হয়েছে। এই বিষয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা পুলিশকে সমস্ত ঘটনা জানিয়েছি। যদি পুলিশ এই বিষয়ে কোনও পদক্ষেপ না নেয়, না হলে আদালাওতের রাস্তা খোলা রয়েছে’।

Asansol News : দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ডামরায়, ভাঙচুর তৃণমূলের কার্যালয়
যদিও তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার দাবি গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা। এই ঘটনায় কোনও প্রকার যুক্ত নন তৃণমূলের কর্মী বা সমর্থকরা। তিনি বলেন, ‘অহেতুক একটি গ্রাম্য বিবাদকে রাজনৈতিক রঙ চড়ানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। যতদূর শুনেছি, গ্রাম্য কোনও একটি বিষয় নিয়ে ঝামেলা লেগেছিল দুটি পরিবারের মধ্যে।

West Bengal Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর-বোমাবাজি! ফের উত্তপ্ত ময়না
ওই দুই পরিবারের কেউই তৃণমূল সমর্থক নন বলে আমরা জানি। ওনারা যদি পুলিশের দ্বারস্থ হয়ে থাকেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’। উল্লেখ্য, এই শালতোড়া এলাকায় গত এপ্রিল মাসেও এরকম দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে তুমুল বিবাদ বেঁধেছিল তৃণমূল ও BJP-র মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *