Panchayat Election 2023 : ভোটের মাঠে মুখোমুখি কার্তিক-গনেশ! ২ ভাইয়ের লড়াই দেখতে মুখিয়ে জেলাবাসী – two brothers are fighting in the battle of panchayat polls one from tmc and other from bjp in bankura election 23


Panchayat Election in West Bengal : রাজ্য ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট আসন্ন। পাড়ার মোড়ে মোড়ে চলছে ভোটের তরজা, চড়ছে রাজনীতির পারদ। এদিকে, পঞ্চায়েত ভোটের যুদ্ধে একই মায়ের পেটের দুই ভাই বিরোধিতা করছেন একে অপরকে। একজন লড়ছেন জোড়া ফুলে এবং অপরজনের পদ্মফুলে। এই লড়াই কার্তিক, গণেশের। ভোট যুদ্ধে যুযুধান দুই পক্ষ সহোদর দুই ভাই কার্তিক এবং গণেশ। একজনের প্রতিদ্বন্দ্বিতা ছোট ফুলে তো আরেক জনের বড় ফুলে। হ্যাঁ গণেশ মাল এবং কার্তিক মাল, দুই সহোদর ভাই।

Panchayat Election 2023 : ২ ফুলে ২ জা! নির্বাচনী লড়াই জমে উঠছে হরিপালের দে পরিবারে
ভাই কার্তিক টিকিট পেয়েছেন তৃণমূলের এবং দাদা গণেশ লড়ছেন BJP-র হয়ে। বাঁকুড়া ২ নং ব্লকের নড়রা অঞ্চলের নবান্দা গ্রামের যুযুধান দুই প্রার্থী একই মায়ের পেটের দুই সন্তান। কিন্তু দুজনের মধ্যে বর্তমানে সুসম্পর্ক নেই বললেই চলে। ছোটো ভাই কার্তিক এই বিষয়ে বলেন, ‘আমার বিরুদ্ধে কেউ দাঁড়াতে চায়নি, কিন্তু দাদা দাঁড়িয়েছে। দাদা ঘরের শত্রু বিভীষণ’।

Panchayat Election 2023 : ঘরে সম্পর্ক অটুট, ভোটযুদ্ধে মামা-ভাগ্নের লড়াই দেখতে মুখিয়ে নন্দীগ্রামবাসী
বয়সে ছোট তৃণমূলের হয়ে দাঁড়ানো প্রার্থী কার্তিক মাল এও বলেন, ‘আগে আমার দাদা গণেশের সঙ্গে সুসম্পর্ক খুব একটা না থাকলেও, এখন ভোটে দাঁড়ানোর পর একদমই সম্পর্ক ভালো নেই’। গ্রামে দুই ভাই দুই আলাদা বাড়িতে থাকেন বর্তমানে। তবে এই বিষয়ে বড় ভাই গণেশ সুসম্পর্কের কথাই জানিয়েছেন।

Panchayat Election 2023 : প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব হতেই পেলেন না টিকিট! বাঁকুড়ায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত ৩ কর্মীর
তিনি বলেন, ‘ঘরের শত্রু বিভীষণ বলে আমি মনে করি না নিজেকে। রাজনৈতিক দিকে মতের বৈষম্য হলেও পারিবারিক দিকে ভাই এর সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে’। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা কৌরব ও পাণ্ডবদের মহাযুদ্ধের ব্যাপারে পড়েছি। বাঁকুড়া জেলাতেও দুই ভাইয়ের মধ্যে এই রাজনৈতিক লড়াই নজর কেড়েছে বহু মানুষের।

West Bengal Panchayat Election : রাজনীতির জেরে পরিবারে বিভাজন! পঞ্চায়েত ভোটযুদ্ধে মুখোমুখি দুই জা
তবে একথা ঠিক, রাজনীতির কারণে ওই দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। যা একেবারেই কাম্য নয়। এই বিষয়ে স্থানীয় কিছু মানুষ দুই ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। রাজনীতি রাজনীতির জায়গায়। কিন্তু পরিবার এক থাকা উচিৎ’। যদিও দুই ভাই নিজেদের ভোটে জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী।

Panchayat Election 2023 : তৃণমূলের হয়ে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী! অদ্ভুত দৃশ্য বসিরহাটে
দুজনেই মনে করেন একদম চোখ বন্ধ করে এবারের পঞ্চায়েত ভোটে জিতবেন। এদিকে স্থানীয় ভোটাররা চোখ বন্ধ করে বলতে পারছেন না কে জিতবেন। কারণ গ্রামে BJP-র ভালো প্রভাব রয়েছে। এবার শুধু সময়ের অপেক্ষা, আসন্ন পঞ্চায়েত ভোটে জনতার রায় কার দিকে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *