ফের বিস্ফোরক অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তবে শুরুটা আজ নয়, ২০০৯ সাল থেকেই। তারই জের চলছে এত বছর পরেও। সম্প্রতি বিতর্ক (Rahul Banerjee vs Raj Chakraborty) শুরু হয় রাহুলের একটি ফেসবুক পোস্ট ঘিরে। পোস্টে নাম না করলেও, এই সময় ডিজিটালকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে সরাসরি রাজ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাহুল। জানালেন তাঁর প্রতি হওয়া অন্যায় বিন্দুমাত্র ভোলেননি। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর ঠিক কোন আচরণ তাঁকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল তা নিয়েও অকপট অভিনেতা। কী কী বললেন রাহুল বন্দ্যোপাধ্যায়? দেখে নিন ভিডিয়ো।