West Bengal Election 2023 : বহিষ্কৃত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ! শোরগোল এলাকায় – allegation of abduction of party leader against expelled trinamool workers election 23


Panchayat Election 2023 : ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের গলার কাঁটা হচ্ছেন দলেরই নির্দল প্রার্থীরা। আর এই কারণে একের পর এক জায়গায় পরপর বহিষ্কার করা হচ্ছে তাঁদের। পশ্চিম বর্ধমান জেলাতেও ঘটেছে এই ধরনের বহিষ্কার। আর এবার সেই বহিষ্কার হওয়া তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অপহরণের মতো মারাত্মক অভিযোগ উঠল। আর অপহরণের অভিযোগ উঠেছে খোদ দলীয় এক নেতাকেই। পঞ্চায়েত নির্বাচনের প্রচারের মিছিল থেকে গলায় গামছা বেঁধে এক তৃণমূল নেতাকে অপহরণের অভিযোগ উঠল বহিষ্কৃত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।

West Bengal Election 2023 : তৃণমূল নেতাকে দেখে ‘চোর চোর’ স্লোগান ঘিরে উত্তেজনা! মার-পালটা মারে উত্তপ্ত হুগলি
আক্রান্ত ওই তৃণমূল নেতার বাড়ি আউশগ্রামে বলে জানা গিয়েছে। তাঁকে অপহরণ করে কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার বুদবুদের দেবশালা পঞ্চায়েতের কাছ থেকে আজম মোল্লা নামের তৃণমূল নেতাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

Panchayat Election 2023 : তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ! ব্যাপক মারধর BJP বিধায়কের আত্মীয়দের
গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে বুদবুদ থানার পুলিশ। আহত আজম মোল্লাকে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে বুদবুদ থানার পুলিশ। আহত তৃণমূল নেতা আজম মোল্লা বলেছেন, ‘২০২১ সালে ৭ই সেপ্টেম্বর দেবশালা পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে চঞ্চল বক্সি খুন হন দুষ্কৃতীদের গুলিতে।

Dakshineswar Shootout : দক্ষিণেশ্বরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ
তাতে নাম জড়িয়ে ছিল বেশ কিছু তৃণমূল নেতার। তাঁদের নাম সামনে আসতেই তাঁদের বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। আমিও সেই বহিষ্কারে সমর্থন জানিয়েছিলাম’। জামিনে মুক্তি পেয়ে সেই দুষ্কৃতীরা তৃণমূল কর্মী আজম মোল্লার ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে বুদবুদ থানার পুলিশ।

Panchayat Nirbachan Violence : হাসনাবাদে তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগে CPIM কর্মীদের মারধর! জখম ৩
আজম মোল্লা আরও বলেন, ‘আমি দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে ছিলাম। মিছিল করছিলাম। হঠাৎ বেশ কিছু লোক এসে আমাকে গলায় গামছা পেঁচিয়ে টানতে টানতে অনেকটা দূরে নিয়ে যায়। আমি কিছু বলার আগেই আমাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়। শেষ পর্যন্ত পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে’।

West Bengal Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর-বোমাবাজি! ফের উত্তপ্ত ময়না
এদিকে, তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী দল BJP। দুর্গাপুরের স্থানীয় এক BJP নেতা বলেছেন, ‘শুধু বুদবুদ এলাকাই নয়, গোটা পশ্চিম বর্ধমান জেলাতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। মনে হয় টাকা পয়সার ভাগ বাঁটোয়ারা ঠিকঠাক ভাবে হয়নি। তাই এই অপহরণের নাটক’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *