West Bengal Election 2023 : ভোটমুখী ভাঙড়ে ISF-এ ভাঙন! দল ছেড়ে তৃণমূলে ভিড়লেন ৩০০ কর্মী – about 300 isf workers joined trinamool from isf in bhangar election 23


Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট আসতে আর মেরেকেটে চারদিন। আর তার মধ্যেও বিরাম নেই দলবদলে। আর এই দলবদলের দৌড়ে অন্যান্য জায়গার থেকে ভাঙড় এগিয়ে রয়েছে কয়েক কদম। পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে ISF থেকে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৩০০ ISF কর্মী। মঙ্গলবার সকালে তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভুমরু থেকে কাটাডাঙ্গা পর্যন্ত পদযাত্রা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ওই পদযাত্রায় উপস্থিত ছিলেন ভাঙড়ের পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম, ওদুত মোল্লা সহ অন্যান্যরা।

WB Panchayat Election : ‘আমাদের ভুল থাকলে ক্ষমা করে দিন…’, ভাঙড়ে অকপট আরাবুল পুত্র
এদিন পদযাত্রা শেষে কাটাডাঙ্গা গ্রামের প্রায় ৩০০ ISF কর্মী নবিরুল মোল্লা, রব্বানী মোল্লা ও ফারুক মোল্লার নেতৃত্বে তৃণমূলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শওকত মোল্লা, আরাবুল ইসলাম সহ বাকি নেতারা। এই যোগদান প্রসঙ্গে শওকত মোল্লা বলেন, ‘বিধানসভা নির্বাচনের পর থেকে কাঁটাডাঙ্গা গ্রামে কোনও উন্নয়ন হয়নি। এই এলাকার মানুষের কিছু দাবি আছে।

Panchayat Nirbachan : ভোটের মুখে ভোলবদল! মালদায় ২ CPIM প্রার্থীর যোগদান তৃণমূলে, ‘নাটক’ বলছে বাম নেতৃত্ব
আমরা নির্বাচনের পর সেই কাজ করে দেব। ভাঙড় বিধানসভা তৃণমূলের হাতছাড়া হওয়ায় অনেক জায়গাই উন্নয়নের হাত থেকে বঞ্চিত রয়েছে। কাঁটাডাঙ্গা গ্রাম সেগুলির মধ্যে একটি। আজকে আমাদের দলে যোগ দেওয়া ISF কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগ দিলেন।

Panchayat Election 2023 : ফের দলবদল পশ্চিম বর্ধমানে, একঝাঁক কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগ BJP নেত্রীর
আমরা সবাইকে স্বাগত জানিয়েছি’। ISF ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নবিরুল মোল্লা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিলাম। সত্যি বলতে বিধানসভা ভোটের পর থেকে কাঁটাডাঙ্গা গ্রামে বিশেষ কিছু উন্নতিও হয়নি। এই কারণে গ্রামের মানুষ ক্ষুব্ধ ছিলেন।

Panchayat Election 2023 : ফের দলবদলের পালা কাকদ্বীপে! BJP ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ ৬০ পরিবারের
তাই সবাই মিলে আলোচনা করেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই’। প্রসঙ্গত উল্লেখ্য, তিনদিন আগেই শনিবার সন্ধ্যায় ISF থেকে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০ জন কর্মী সমর্থক। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভাঙড় ২ ব্লকের নিমকুড়িয়া গ্রামে তৃণমূলের নির্বাচনী সভার আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায়।

Panchayat Election 2023 : ভোটের আগে ফের ধাক্কা! সুন্দরবনে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর
সেখানেই ISF-র প্রায় ৫০ জন কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। যদিও এসব যোগদান পর্বকে ভাঁওতাবাজি বলে কটাক্ষ করেছে ISF নেতৃত্ব। ভাঙড়ের এক ISF নেতা এই বিষয়ে বলেন, ‘যাদেরকে তৃণমূল যোগ দেওয়া করাচ্ছে, তাঁরা অনেকদিন থেকেই তৃণমূলে আছে। আমাদের দল থেকে এখন কেউ ওদের দলে যায়নি। ভোটের আগে ISF আমাদের কর্মীদের মনোবল ভাঙতেই ওরা এসব নাটক করছে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *