একই সঙ্গে বঙ্গ বিজেপির পঞ্চায়েত নির্বাচনের প্রচার কী ভাবে চলছে তা-ও খুটিয়ে জানতে চান শাহ। মঙ্গলবার দুপুর একটা নাগাদ অমিত শাহ-র ফোন আসে সুকান্তর কাছে। বিজেপির রাজ্য সভাপতি সে সময়ে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে প্রচারে ব্যস্ত ছিলেন। প্রচারের ফাঁকেই অমিত শাহ-র সঙ্গে বেশি কিছুক্ষণ কথা হয় তাঁর। অমিত শাহ যে ফোন করেছিলেন তা অস্বীকার করেননি সুকান্তও। তিনি এ দিন বলেন, ‘আমি যেহেতু দলের রাজ্য সভাপতি তাই অমিত শাহ আমাদের দলের সর্বভারতীয় নেতা হিসেবে খোঁজ খবর নিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের প্রচার চলছে। এই পরিস্থিতিতে কোথায় কী সমস্যা হচ্ছে তা জানতে চেয়েছিলেন উনি। আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে যা সংবাদমাধ্যমের সামনে বলা সম্ভব নয়।’
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা-কর্মীদের প্রতি অমিত শাহ বাড়তি নজর দেন, তাই তিনি ফোন করে রাজ্যের পরিস্থিতি জানতে চেয়েছেন বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। সুকান্তর কথায়, ‘বাংলার কর্মীদের প্রতি অমিত শাহ-র বিশেষ স্নেহ রয়েছে। তাই মাঝে মাঝে তাঁর সঙ্গে কথা হয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে রাজ্যের আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে উনি অবগত রয়েছেন। সমস্ত রিপোর্ট ওঁর কাছে রয়েছে।’
বিজেপি সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে দলের প্রস্তুতি কী পর্যায়ে রয়েছে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে জয় নিয়ে বঙ্গ বিজেপির কী পর্যবেক্ষণ, এই সমস্ত বিষয়ে অমিত শাহ সুকান্তর কাছ থেকে রিপোর্ট নিয়েছেন। বঙ্গ বিজেপি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলায় ভালো ফল করার প্রত্যাশা করছে। সেই কথাই সুকান্ত এ দিন শাহকে জানিয়েছেন বলে সূত্রের খবর।
যদিও অমিত শাহ-র ভোকাল টনিককে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। জোড়াফুলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের কথায়, ‘অমিত শাহ তো গত বিধানসভা নির্বাচনের সময়ে ডেইলি প্যাসেঞ্জারি করে এই রাজ্যে এসেছেন। জলের মতো টাকা খরচ করেছেন। তারপর-ও রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে।
যিনি নিজে রাজ্যে এসে ব্যর্থ হয়েছেন, তিনি বঙ্গ বিজেপির নেতাদের ফোনে কী বললেন কিছু এসে যায় না।’ অমিত শাহ-র ফোন পেয়ে বঙ্গ বিজেপি উৎফুল্ল হলেও বামেরা এই বিষয়টি অন্য ভাবে দেখছে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ির কথায়, ‘মোদী-শাহরা বুঝতে পারছেন সমস্ত পন্থা অবলম্বন করেও ওরা হালে পানি পাচ্ছেন না। মানুষ বিজেপি ও তৃণমূলকে হারাতে বদ্ধপরিকর। তাই বিজেপির দিল্লির নেতাদের ঘুম ছুটে গিয়েছে।’