বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সহবাস। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। বুধবার ওই তরুণী নিউ টাউন থানায় আইএসএফ বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েোছে। অভিযোগ দায়েরের সময় তরুণীর সঙ্গে ছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তাৎপর্যপূর্ণভাবে দলীয় বৈঠকে সম্প্রতি সব্যসাচীকে ভাঙড়ের সাংগঠনিক দায়িত্ব দিয়েছে তৃণমূল। তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ।
নওশাদের বিরুদ্ধে আগেই এই অভিযোগ সংক্রান্ত বেশ কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও তখন অভিযোগের সত্যতা জানা যায়নি। এই সময় ডিজিটালের তরফে নওশাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ না দেখে তিনি কোনও মন্তব্য করবেন না।
নওশাদের বিরুদ্ধে আগেই এই অভিযোগ সংক্রান্ত বেশ কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও তখন অভিযোগের সত্যতা জানা যায়নি। এই সময় ডিজিটালের তরফে নওশাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ না দেখে তিনি কোনও মন্তব্য করবেন না।
নওশাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বলেন, ‘সংখ্যালঘু এই তরুণী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। শিক্ষিত পরিবারের সদস্য। তরুণীর বক্তব্য দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে শারীরিক ও মানসিক সম্পর্ক স্থাপন করেন। এমনকী বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওই তরুণী রক্ষণশীল পরিবারের সদস্য। সেই কারণে অভিযোগ জানতে সংকোচ বোধ করছিল। মানবিকতার খাতিরে পাশে ওঁর পাশে দাঁড়ানো হয়েছে।’
এই প্রসঙ্গে নওশাদকে এই সময় ডিজিটালের তরফে ফোন করা হয়। থানায় অভিযোগ দায়ের হওয়া প্রসঙ্গে আইএসএফ বিধায়ক বলেন, ‘কী অভিযোগ হয়েছে আমি জানি না। কে অভিযোগ করেছেন জানা নেই। অভিযোগের কপি হাতে না পাওয়া অবধি কোনও মন্তব্য করব না।’