Anisur Rahman : ভোটের মুখে প্যারোল সেই আনিসুরের, ক্ষুব্ধ হাইকোর্ট – anisur rahman got parole exemption in murder case


এই সময়: বিধানসভা ভোটের পর পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে ফের বিতর্কে পাঁশকুড়ার সেই আনিসুর রহমান। পঞ্চায়েত ভোটের পর দিন পর্যন্ত তাঁকে প্যারোলে ছাড়ার নির্দেশ দিয়েছিল কারা দপ্তর। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে দায়ের মামলায় হাইকোর্টের কটাক্ষের মুখে পড়ল দপ্তর। বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ-যে দিন আবেদন, সে দিনই আবেদন গৃহীত হওয়াটা একটু বেশিই তাড়াতাড়ি!

Kalighater Kaku Sujay Krishna Bhadra : প্যারোলের মেয়াদ বাড়ল কালীঘাটের কাকুর, মানতে হবে একাধিক শর্ত
কোর্টের বক্তব্য, অভিযুক্তকে কী কারণে প্যারোল দেওয়া হলো, তা নিয়ে আদালত ভাবছে না। কিন্তু তাঁকে নিয়ে এর আগে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের ‘স্পিরিট’ মাথায় রাখা দরকার। কোর্ট সেটাতেই গুরুত্ব দিচ্ছে। কোন প্রেক্ষিতে প্যারোলের আবেদনে দপ্তর অনুমতি দিয়েছে, সেটা আজ, বৃহস্পতিবারের মধ্যে জানাতে হবে আদালতে।

Panchayat Election 2023 : গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের হলফনামাও প্রকাশের নির্দেশ
এ দিকে দায়রা আদালতে আনিসুরের বিরুদ্ধে কুরবান শাহ খুনের মামলায় ট্রায়ালের দিন রয়েছে এই প্যারোলের সময়ের মধ্যেই। হাইকোর্টের নির্দেশ, আনিসুর প্যারোলে থাকলেও আজ, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অন্তত তাঁকে বাড়িতেই থাকতে হবে। এই সময়ের মধ্যে যদি তিনি বাড়ি থেকে বেরোন, তার ভিডিয়োগ্রাফি করতে হবে। নিহত কুরবানের দাদা-সহ পরিবারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত, মঙ্গলবার, ৪ জুলাই থেকে ৯ জুলাই, রবিবার পর্যন্ত আনিসুরের প্যারোল মঞ্জুর হয়েছে। মঙ্গলবারই তাঁকে জেল থেকে ছাড়া হয়েছে।

Calcutta High Court: ‘সস্তার প্রচার পেতে মামলা…’, পঞ্চায়েত নিয়ে মুড়ি মুড়কির মতো মামলায় বিরক্ত প্রধান বিচারপতি
কুরবান শাহ খুন-সহ ৩৬টি মামলায় অভিযুক্ত এই আনিসুর। ২০১৯ সালে কুরবান খুন হন। বিধানসভা ভোটের বছরে ২০২১-এর ২৬ ফেব্রুয়ারি আনিসুরের বিরুদ্ধে সব মামলা আচমকা প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। সে নিয়েও তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। হাইকোর্ট সেই বিজ্ঞপ্তি খারিজ করে। হাইকোর্টে আনিসুরের জামিনের আবেদনও পাঁচ-পাঁচ বার খারিজ হয়েছে।

Calcutta High Court : গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে শয়ে শয়ে বিরোধী প্রার্থী!
বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আনিসুরের জামিন-আর্জি খারিজ করতে গিয়ে আনিসুরের প্রতি রাজ্যের মদতের অভিযোগও তুলেছিল। প্রবল প্রভাবশালী আনিসুরের বিরুদ্ধে খুনের মামলার বিচার তমলুক থেকে কলকাতার সিটি সেশন কোর্টে স্থানান্তর করেছে সুপ্রিম কোর্ট। সেই আনিসুরের আবেদনের সঙ্গে সঙ্গেই প্যারোলে মুক্তিতে স্বভাবতই প্রশ্ন উঠছে। প্যারোলের অনুমতি দিয়েছেন স্বয়ং আইজি (কারা)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *