Beldanga Bomb Blast : ফের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত্যু কংগ্রেস কর্মীর! উত্তেজনা এলাকায় – murshidabad beldanga blast death congress worker ahead of panchayat election 2023


বোমা বাঁধতে গিয়ে ফের বিস্ফোরণে মৃত্যু। এবারেও ঘটনাস্থল মুর্শিদাবাদের বেলডাঙা। মৃত ব্যক্তির নাম কামাল শেখ। সে কংগ্রেস কর্মী বলে জানা যাচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Panchayat Nirbachan 2023 : ফের বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে উড়ল হাত, হাড়োয়ায় মৃত্যু ১ ব্যক্তির
জানা গিয়েছে, গতকাল রাতে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে বেলডাঙার মহেশপুর। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসে যে কামাল শেখ নামে ওই কংগ্রেস কর্মীর দেহ পড়ে রয়েছে মাঠের মধ্যে। সঙ্গে সঙ্গে খবর যায় বেলডাঙা থানায়। এরপর বেলডাঙা থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত ওই কংগ্রেস কর্মী বেলডাঙা ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী জুলেখা বিবির ঘনিষ্ট বলে জানা গিয়েছে। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

Panchayat Vote 2023 : বীরভূমে BJP সমর্থিত নির্দল প্রার্থীর স্বামীর দেহ উদ্ধার, মিলল গুলির খোলও!
কয়েকদিন আগেও একই ঘটনা
প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ছে হিংসা, অশান্তি ও মৃত্যুর ঘটনা। এর মধ্যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যুর ঘটনাও রয়েছে। সপ্তাহখানেক আগে এই বেলডাঙারই মহ্যমপুরে একটি পাটক্ষেতের মধ্যে বোমা বানাচ্ছিল ৫-৬ জন ব্যক্তি। সেই সময় অসাবধানতার কারণে হঠাৎই ফেটে যায় একটি বোমা। যার জেরে তৈরি করা বাকি বোমাগুলিতেও বিস্ফোরণ ঘটে। সেই ঘটনাতেই মৃত্যু হয় আলিম শেখ নামে এই ব্যক্তির। তাছাড়াও ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় আরও এক ব্যক্তিকে। তাকে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বেলডাঙা গ্রামীণ হাসপাতালে। ওই বিস্ফোরণে আরও কয়েকজন আহত হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। যদিও বিস্ফোরণস্থলে একজন ছাড়া আর কাউকে পাওয়া যায়নি।

Panchayat Vote : দেগঙ্গায় তৃণমূলের মিছিলে বোমা, প্রাণ গেল স্কুল ছাত্রের! এলাকায় উত্তেজনা
এর আগে গত মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বোমার আঘাতে মৃত্যু হয় এক স্কুল ছাত্রের। অভিযোগ, দলীয় একটি মিছিল থেকে ফেরার সময় তৃণমূল কর্মীদের উপর বোমা নিক্ষেপ করা হয়। আর সেই বোমার আঘাতেই ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়। নিহত ছাত্রের নাম ইমরান বলে জানা গিয়েছে। পঞ্চায়েত ভোটের প্রচারের জন্যই তৃণমূল কংগ্রেসের মিছিলে গিয়েছিল ওই ছাত্র। ঘটনায় CPIM ও ISF-এর দিকে অভিযোগের আঙুল তুলেছে রাজ্যের শাসকদল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে একের পর এক এই ধরনের ঘটনা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে ওয়াকিবহালমহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *