Bhangar Clash : ‘হাতে হাত ধরে ভোট দিন’, অশান্ত ভাঙড়ে স্বপন বাউলের শান্তির বার্তা – baul artist swapan dutta gives peace message at bhangar ahead of panchayat vote 2023


আগামী শনিবার পঞ্চায়েত নির্বাচন। এবার নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে বারবার অশান্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। গুলি বোমার লড়াই হয়েছে তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে। প্রাণ গিয়েছে তিনজনের, আহত বহু। এবার সেই অশান্ত ভাঙড়ে শান্তির বার্তা দিতে বর্ধমানের কার্জন গেট থেকে ছুটে এলেন স্বপন দত্ত। লোকে তাঁকে চেনে স্বপন বাউল নামে। শুধু ভাঙ্গড় নয়, ভোট পর্বে অশান্ত গোসাবা, ক্যানিং থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলায় ছুটে গিয়েছে স্বপন দত্ত বাউল। সেখানে তিনি বাউল গানের মাধ্যমে শান্তির বার্তা প্রচার করেছেন। তার বক্তব্য, ‘শান্তিতে ভোট দিন, নির্ভয়ে ভোট দিন, গুলি বোমা ছেড়ে হাতে হাত ধরে ভোট দিন।’

Panchayat Nirbachan 2023 : ‘ঘাড় ধাক্কা দিয়ে ভাঙড় ছাড়া করতে হবে নওশাদকে’, হুঁশিয়ারি আরাবুলের
প্রসঙ্গত, গত ১৫ জুন রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার। মারা গিয়েছিলেন তিনজন। একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে শাসকদল তৃণমূল কংগ্রেস ও আইএসএফ। পরবর্তী সময়ে সওকত মোল্লা ও নওশাদ সিদ্দিকিকে একসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও একে অপরকে খোঁচা দিতে দেখা যায়। তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে নির্বাচনের আগেই যদি এই অবস্থা হয়, তাহলে ভোটের দিন কী হতে পারে!

Abhishek Banerjee : ‘…মণিপুরের রক্ত কার হাতে লেগে?’ রাজ্যপালকে নিশানা করে প্রশ্ন অভিষেকের
বাউলের বার্তা
যদিও এদিন সেই বিজয়গঞ্জ বাজারেই বৃহস্পতিবার সংগীত পরিবেশন করেন স্বপন বাউল। তিনি বাউল গানের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। পথ চলতি অসংখ্য মানুষ ভিড় করেন তাঁর গান শোনেন। স্বপন দত্ত বাউল বলেন, ‘ভোটের দিন যাতে হানাহানি মারামারি রক্তপাত না হয় সেজন্যই আমি বর্ধমান থেকে এই ভাঙড়ে ছুটে এসেছি। আসার সময় অনেকেই আমাকে সাবধান করেছেন। ভাঙড় যাওয়া মানে জীবনের ঝুঁকি। সেই জীবনের ঝুঁকি নিয়েই ভাঙড়ে এসেছি। কিন্তু এখানে এসে মন ভরে গিয়েছে। বাইরে থেকে যেমন শুনেছিলাম তেমন নয়। এই ভাঙড়ে শান্তির ভোট হবে, সেটাই আমার আশা।’

Bhangar Panchayat Election : তৃণমূলের হাকিমুলের দেওয়াল লিখছেন CPIM কর্মীরা! ভাঙড়ে হচ্ছেটা কী?
অন্যদিকে এক সাংবাদিক বৈঠকে এদিন ভাঙড় নিয়ে মুখ খোলেন তৃণমূলের শীর্ষ নেতা তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ভাঙড়ের অশান্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ভাঙড় বলে নয়, আমার চাই সব জায়গাতেই শান্তিপূর্ণ নির্বাচন হোক। ভাঙড়ে যে ঘটনা ঘটেছে তা অবঞ্ছিত, সেটা না ঘটলে বেশি খুশি হতাম।’ প্রসঙ্গত শুধু ভাঙড় নয়, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী, কুলতলি, কুলপি-সহ বেশকিছু জায়গায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র দফায় দফায় ছড়িয়েছে অশান্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *