Bratya Basu : শিক্ষামন্ত্রীর সভায় অনুপস্থিত দণ্ডিকাণ্ডের নির্যাতিতা, তৃণমূল প্রার্থী হয়েও তপনের শিউলি ‘ব্রাত্য’! – shiuli mardi one of the victims of dandi controversy was not present at the meeting of education minister bratya basu


Panchayat Election in West Bengal : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতে ধীরুহাজি মোড়ে ভোটের প্রচারে এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দণ্ডি গ্রামের পাশে নির্বাচনী সভা হলেও সেখানে উপস্থিত ছিলেন না তৃণমূল প্রার্থী তথা দণ্ডি কাণ্ডে অন্যতম নির্যাতিতা শিউলি মার্ডি। এমনকি শিউলি মার্ডির পোস্টারও নজরে পড়ল না সভাস্থল বা আশেপাশে৷ এক কথায় ব্রাত্যর সভায় ‘ব্রাত্য’-ই থেকে গেলেন দণ্ডি কাণ্ডের নির্যাতিতা শিউলি মার্ডি। যে সময় মন্ত্রী ব্রাত্য বসু বক্তব্য রাখলেন, সেই সময় মাঠ থেকে গোরু আনছেন শিউলি মার্ডি।

Bratya Basu : অসহ্য যন্ত্রণা! দলীয় প্রচারে যাওয়ার পথে হঠাতই মালদা মেডিক্যালে শিক্ষামন্ত্রী ব্রাত্য
দণ্ডিকাণ্ড নিয়ে প্রতিবাদ করলেও সেই সভায় আনাই হল না নির্যাতিতাদের। জেলা নেতৃত্ব জানিয়েছিল, শিক্ষামন্ত্রী শিউলি মার্ডি সহ সহ তিন জনের সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন। দণ্ডি কাণ্ডের শিকার সেই তৃণমূল প্রার্থী শিউলি মার্ডিও ছিলেন না। যদিও এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, ‘তারা কেন ছিলেন না, তা আমি বলতে পারছি না’।

Sukanta Majumdar : ‘বেশি ব্যালট ছাপলে BDO-র পিঠে লাঠির ছাপ!’, ফের বিস্ফোরক সুকান্ত
বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গোফানগর গ্রাম পঞ্চায়েতের ধীরুহাজি এলাকায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের সমর্থনে পথসভা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ এছাড়াও পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র, ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

Sukanta Majumdar : ‘ব্যালট ছাপানোর টেমপ্লেট থানায় IC-দের কাছে জমা!’ বিস্ফোরক দাবি সুকান্তের
সম্প্রতি সভাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই গ্রাম পঞ্চায়েতের তিন মহিলাকে দণ্ডি কাটানো হয়েছিল। দণ্ডি কাটিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হয়। যার ফলে ব্রাত্য বসু আসার আগেই দণ্ডি কাণ্ড নিয়ে কটাক্ষ করেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার কটাক্ষ করে ব্রাত্য বসুকে দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত করার কথা বলেন।

Sukanta Majumdar : ‘তৃণমূল রক্তের হোলি খেললে BJP-ও খেলবে’, শাসকদলকে হুঁশিয়ারি সুকান্তর
পালটা বিকেলের সভার পরেও ব্রাত্য বসু সুকান্ত মজুমদার সহ BJP-কে আক্রমণ করেছেন। যা নিয়ে সুকান্ত মজুমদার ও ব্রাত্য বসুর মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই বিষয়ে বুধবার দুপুরে বালুরঘাটের জেলা BJP কার্যালয়ে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘ব্রাত্য বসু শিক্ষিত ও মননশীল মানুষ।

Panchayat Election in West Bengal : তারকায় বড় ঝক্কি, ভরসা তাই মেঠো রাজনীতিকেই
আমি ওনাকে বলব, আদিবাসী মহিলাদের দিয়ে যারা দণ্ডি কাটিয়েছিল তাদের হয়ে ব্রাত্য বসু দুহাত দিয়ে দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত করুন’। পালটা ব্রাত্য বসু বলেন, ‘দণ্ডিকাণ্ডের ঘটনাকে আমরা সমর্থন করি না। আমরা প্রত্যাখ্যান ও প্রতিবাদ জানাই। তবে এর পেছনে রাজনৈতিক ব্যাপার ছিল।

Panchayat Election 2023 : জেলায় ফের নির্দল কাঁটা! তমলুকে তৃণমূল থেকে বহিষ্কার ৩
কিন্তু মধ্যপ্রদেশের BJP নেতা প্রবেশ শুক্লা যে ঘটনা ঘটিয়েছেন, তা আরও ন্যক্কারজনক ঘটনা৷ তাই সুকান্ত বাবু আগে প্রবেশ শুক্লার হয়ে ক্ষমা চেয়ে দণ্ডি কাটুন, তারপর আমি না হয় তার পাশে গিয়ে দণ্ডি কাটব’। অন্যদিকে এই বিষয়ে শিউলি মার্ডি বলেন, ‘মন্ত্রী সভা করতে আসবেন আমি জানতাম।

কিন্তু প্রচারে বেরিয়ে বৃষ্টিতে ভিজে গিয়েছি। তাই আর যাওয়া হয়নি। আমরা আশাবাদী জিতব৷ দল আমাদের পাশে আছে’। যদিও BJP-র দাবি, অস্বস্তি এড়াতে দণ্ডি কাণ্ডের মহিলা বা তৃণমূল প্রার্থীকে প্রকাশ্যে আনেনি তাঁদের নেতৃত্ব৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *