জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মগুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর (Dhirendra Krishna Shastri), নামটা অনেকেরই জানা। ‘বাগেশ্বর বাবা’, ‘বাগেশ্বর মহারাজ’, ‘বাগেশ্বর ধাম সরকার’ হিসাবেও যিনি পরিচিত। ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসাবে গড়ে তোলার স্বপ্নে বিভোর যিনি। এহেন ধীরেন্দ্র শাস্ত্রীর দরবারে এবার ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ২৭ বছরের ধর্মগুরুর চরণতলে বসে আশীর্বাদ নিতে দেখা গিয়েছে কুলদীপকে। ২৮ বছরের ক্রিকেটার দেশের একমাত্র ‘চায়নাম্যান’ স্পিনার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma and Co) ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলতে এসেছেন। সীমিত ওভারের দুই ফরম্যাটেই কুলদীপকে নিয়ে হয়েছে দল। মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় রয়েছে ধীরেন্দ্র শাস্ত্রীর বাগেশ্বর ধাম মন্দির। কানপুরের স্পিনার মন্দিরে এসেই তাঁর আরাধ্য গুরুর আশীর্বাদ নিয়ে গিয়েছেন। বাগেশ্বর ধামের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলি শেয়ার করা হয়েছে। কুলদীপের ছবি রাতারাতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: WATCH | WI vs IND: ডাহা ফেল করলেন বিরাট! ঝলসালেন রোহিত-যশস্বী, উসকে দিল নতুন সমীকরণ
কুলদীপের ছবিতে ক্য়াপশন দেওয়া হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট দলের স্পিন ম্যাজিশিয়ান ও মাননীয় সরকারের অত্যন্ত প্রিয় কুলদীপ। সরকারের জন্মবার্ষিকীতে তাঁর আশীর্বাদ নিতে ধাম ঘুরে যান।’ এখানে সরকার বলতে ধর্মগুরুকে বোঝানো হয়েছে। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর দরবারে রোজ লাখো লাখো মানুষ ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তবে বিগত কয়েক বছর একাধিক বিতর্কে জড়িয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী। কখনও তাঁর বিরুদ্ধে কুসংস্কার ছড়ানোর অভিযোগ উঠেছে, তো কখনও তাঁর ঐশ্বরিক ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে। কুলদীপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে শেষবার দেশের জার্সিতে খেলেছেন। তারপর খেলেছেন আইপিএলে।
১২-১৬ জুলাই ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু প্রথম টেস্ট শেষের চারদিন পর থেকে। ২০-২৪ জুলাই ত্রিনিদাদের কুইন’স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ ডিসাইডার ম্যাচই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট। তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৭ জুলাই, বার্বাডোজের কেনসিংটন ওভালে। দ্বিতীয় ওয়ানডে ২৯ জুলাই, এই কেনসিংটন ওভালেই। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ ১ অগাস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দু’দিনের মধ্যে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। যে ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে ম্যাচ খেলবে, সেই স্টেডিয়ামেই শুভারম্ভ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের। ৩ আগস্ট প্রথম কুড়ি ওভারের যুদ্ধ। ৬ আগস্ট দ্বিতীয় টি-২০ ম্যাচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। তৃতীয় টি-২০ ৮ আগস্ট এই মাঠেই। চতুর্থ (১২ আগস্ট) ও পঞ্চম টি-২০ ম্যাচ (১৩ আগস্ট) দু’টি হবে মার্কিন মুলুকে। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে।
টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট এবং নবদীপ সাইনি।
এক দিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকট এবং মুকেশ কুমার।
টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব।