Kolkata GPO : ইনল্যান্ড আউট, ডাকঘরে ইন গঙ্গাজল-ক্যাফে-স্কুটি – e scooties for rent ganga jal are now available in kolkata gpo


সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
পোস্ট অফিসের কথা উঠলেই খাকি পোশাকের পোস্টম্যান, ইনল্যান্ড লেটার, পোস্ট কার্ড, খাম, ডায়াল ঘোরানো কালো টেলিফোন, টেলিগ্রামের টরে টক্কার ছবি চোখের সামনে ভেসে ওঠে। আর ছিল মানি অর্ডার লিখে দেওয়া, সেভিংস অ্যাকাউন্ট সমেত আমানত প্রকল্প খোলার এজেন্ট। এখন আর্থিক পরিষেবা এবং এজেন্ট থাকলেও কার্যত পাট চুকেছে ইনল্যান্ড লেটার, পোস্ট কার্ড, টেলিগ্রামের।

Ganga Water : সাগর মোহনার জল বিক্রি পোস্ট অফিসে
আধুনিক যুগের ইউপিআই ব্যবস্থায় মানি অর্ডারের দিনও শেষের পথে। হোয়াটসঅ্যাপ, ইনস্টা, ফেসবুক, পেমেন্ট ওয়ালেট থেকে হরেক অ্যাপ নিয়ে মোবাইল যেমন স্মার্ট হয়েছে, তেমনই লুক বদলাচ্ছে পোস্ট অফিসও। অনেকটা শপিং মলের মতো এখন পোস্ট অফিসে গঙ্গাজলের বোতল থেকে থেকে ভাড়ায় ই-স্কুটি- সবই পাওয়া যায়। পোস্ট অফিস নামের সঙ্গে এই ছবি মেলাতে একটু অসুবিধাই হবে চল্লিশোর্ধ মানুষদের।

Kolkata Municipality Corporation : শহরে বাতিস্তম্ভে ‘ডেঞ্জার’ স্টিকার লাগাচ্ছে পুরসভা
সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা চালিয়ে যেতে নিত্যনতুন পথ খুঁজে বের করছেন ডাক বিভাগের কর্তারা। এর মধ্যে অন্যতম হল গঙ্গাজল বিক্রি। ২০১৬ থেকে এতদিন গঙ্গোত্রী, হরিদ্বার এবং ঋষিকেশের গঙ্গাজল অনলাইনে পোস্ট অফিসের সাইট মারফত এবং বিভিন্ন ডাকঘরে পাওয়া যেত। এ বার সেই তালিকায় যোগ হয়েছে গঙ্গাসাগরের গঙ্গাজল।

Post Office Interest Rate: পোস্ট অফিসে খুশির খবর! স্মল সেভিংসে সুদ বাড়াল মোদী সরকার
সোমবার কলকাতায় জেনারেল পোস্ট অফিসে ‘গঙ্গাসাগর গঙ্গাজল’ বিক্রি শুরু করেছে ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল। ২৫০ মিলিলিটারের বোতল ৩০ টাকায় কেনা যাবে। প্রথমে ৪৮টি হেড পোস্ট অফিস দিয়ে শুরু করলেও ১৭ জুলাইয়ের মধ্যে ১,১০০টি সাব পোস্ট অফিসে পাওয়া যাবে গঙ্গাসাগর গঙ্গাজল।

Uttar Pradesh Police : কাঁড়ি কাঁড়ি টাকার স্তূপের পাশে পুলিশ কর্তার স্ত্রী-ছেলের সেলফি! যোগী রাজ্যের ভিডিয়োয় বিতর্ক
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্টমাস্টার জেনারেল (মেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) অনিল কুমার বলেন, ‘পোস্ট অফিসের কাজ হল যোগাযোগ স্থাপন করা। এটিও এক ধরনের যোগাযোগ।’ গঙ্গাজল বিক্রি করে নেহাত খারাপ আয় হয়নি ইন্ডিয়া পোস্ট, ওয়েস্ট বেঙ্গল সার্কেলের। ২০২২-২৩ অর্থবর্ষে মোট ৪ লাখবোতল গঙ্গাজল বিক্রি করে আয় হয়েছে প্রায় ১৬ লাখটাকা। গঙ্গাসাগর গঙ্গাজল যোগ হওয়ায় চলতি অর্থবর্ষে ৫ লাখবোতল গঙ্গাজল বিক্রি করে ২০ লাখটাকা আয় দেখছেন অনিল।

Railway Jobs: ভারতীয় রেলে খালি রয়েছে লাখ লাখ পদ! RTI-এ উঠে এল নয়া তথ্য
আধার কার্ড তৈরি এবং আপডেট, পাসপোর্ট সেবার মতো পরিষেবার পাশাপাশি অর্গ্যানিক পণ্য বিক্রিও শুরু করা হয়েছে পোস্ট অফিসে। কলকাতার ১০টি পোস্ট অফিসে শুরু করা হয়েছে ভাড়ায় ই-স্কুটি দেওয়া। পাশাপাশি কেন্দ্র অর্গ্যানিক পণ্যের উপর বিশেষ জোর দিচ্ছে। সম্প্রতি বিশ্বের প্রথম অর্গ্যানিক রাজ্যের তকমা পেয়েছে সিকিম। এর জন্য বিশেষ স্ট্যাম্প কভার এনেছে ডাক বিভাগ। অর্গ্যানিক পণ্য বিশেষ করে খাদ্যশস্য বিক্রিও শুরু হয়েছে পোস্ট অফিসগুলিতে। আবার কলকাতা জিপিও-তে ব্যবসা বাড়ানোর জন্য চালু হয়েছে ক্যাফেটেরিয়াও।

Shayan Chowdhury Arnob Wife : ‘জন্মদিনটা কাল ছিল!’ সোশ্যাল মিডিয়ায় অর্ণবকে খোঁচা স্ত্রী সুনিধির
অনিলের কথায়, ‘শহরের ১০টি পোস্ট অফিসে প্রায় ৮০টি স্কুটি রয়েছে। ওই পোস্ট অফিসগুলিতে চার্জিং স্টেশন বসানো হয়েছে। চাহিদা বাড়লে পোস্ট অফিস এবং ই-স্কুটির সংখ্যা বাড়ানো হবে কলকাতায়।’ ই-স্কুটি পরিষেবার বিস্তারে খড়্গপুর, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোলকে চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানান।

আগামী দিনে পোস্ট অফিসগুলিতে সৌরশক্তি চালিত ল্যাম্প, টর্চের মতো পণ্য বিক্রি করতে চায় ডাক বিভাগ। তালিকায় রয়েছে বিভিন্ন হস্তশিল্পও। এর জন্য রাজ্য এবং কেন্দ্রের জনজাতি উন্নয়ন নিগমের সঙ্গে হাত মেলানো হয়েছে বলেই অনিল জানিয়েছেন। শুধু তাই নয়, রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে পণ্য রপ্তানিতে সহায়তার জন্য ডাক রপ্তানি কেন্দ্র (ডাক নির্যাক্ত কেন্দ্র) খোলা হয়েছে। বর্তমানে, পশ্চিমবঙ্গ সার্কেলে ৯টি এ ধরনের কেন্দ্র রয়েছে। আগামী এক বছরের মধ্যে সেই সংখ্যা বাড়িয়ে ৩১-এ নিয়ে যাওয়া হবে বলে অনিল জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *