Mamata Banerjee Health : জমেছে ফ্লুইড, বিষ্যুদেই অস্ত্রোপচার! SSKM-এ পৌঁছলেন মমতা – chief minister mamata banerjee reached sskm hospital for treatment and operation


উত্তরবঙ্গে প্রচার সেরে ফেরার পথে পায়ে চোট পা ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাঁকে এসএসকেম হাসপাতালে অনা হয়েছিল। তারপর থেকে বাড়িতেই চিকিৎসা চলছিল মমতার। সম্প্রতি তিনি নিজেই জানান তাঁর পায়ে ছোট অস্ত্রোপচার হতে পারে।

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে পৌঁছন মমতা। হাসপাতাল সূত্রে খবর, এদিনই সেখানে তাঁর পায়ে অস্ত্রোপচার করা হবে। হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর হাঁটুতে তরল জমেছে। চিকিৎসা পরিভাষায় একে সাইনোভিয়াল ফ্লুইড বলে। অস্ত্রোপচার করে সেই ফ্লুইড বের করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ফিজিক্যাল মেডিসিন ও পেন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান রাজেশ প্রামাণিকের নেতৃত্বে চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার করবেন।

Mamata Banerjee : ‘ছোটো অপারেশন করতে হবে…’, পায়ে চোট নিয়ে কেমন আছেন মমতা?
মুখ্যমন্ত্রী পিজিতে পৌঁছনোর আগেই তাঁর জন্য উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিন প্রস্তুত করে রাখা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর আজই মমতাকে ছেড়ে দেওয়া হতে পারে। অস্ত্রোপচারের আগে সিটি স্ক্যান ও এমআরআই করে মুখ্যমন্ত্রী পা ও কোমরের চোট এখন কী অবস্থায় রয়েছে, তা দেখবেন চিকিৎসকরা। রিপোর্ট পাওয়ার পরই অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।

Adhir Chowdhury On Mamata Banerjee : ‘মানুষের আবেগকে কাজে লাগাচ্ছেন মমতা’, চোট নিয়ে তীব্র কটাক্ষ অধীরের
সম্প্রতি বীরভূমে দুবরাজপুরের সভা থেকে পায়ের চোট নিয়ে মুখ খোলেন মমতা। সাধারণ মানুষ ও তৃণমূলকর্মীদের তাঁর অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘পায়ে চোট লেগেছে, এখনও ব্যাথা রয়েছে। আর কিছুদিনের মধ্যেই হয়তো আমি বাড়ির বাইরে বেরোতে পারব। এখন আমাকে রোজ চারঘণ্টা করে থেরাপি করাতে হচ্ছে। পায়ে ছোটো অস্ত্রোপচারও করাতে হবে। তবে আপনারা চিন্তা করবেন না। আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছি।’

Mamata Banerjee Helicopter Accident: ‘সুনামির মতো ঝড় এসেছিল…, লাফিয়ে নামতে গিয়ে বাঁ হাঁটুটা স্ম্যাশ!’ হেলিকপ্টার দুর্ঘটনার বিশদ বিবরণ শোনালেন নেত্রী
কোচবিহার ও জলপাইগুড়ি সভা শেষে হেলিকপ্টারে বাগডোগড়া এয়ারোর্টের উদ্দেশে রওনা দেন মমতা। তখনই খারাপ আবহাওয়ার জন্য সেভকের সেনা ক্যাম্পে জরুরি অবতরণ হয় মমতার কপ্টারের। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পা ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। এসএসকেএমে চিকিৎসার সময় চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু কোনওভাবেই হাসপাতালে ভর্তি হতে রাজি হননি মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন তিনি। হাসপাতালের তরফে মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়। আজ অস্ত্রোপচারের পর মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ হয়ে কবে মাঠে ফেরেন, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *