Panchayat Election 2023 : টিকিট না পেয়ে ক্ষোভ! নির্দল প্রার্থীদের বেধড়ক মারের মুখে তৃণমূল কর্মীরা, উত্তেজনা – trinamool workers in the face of fierce beating of independent candidates in nadia election 23


West Bengal Election 2023 : ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসক দল তৃণমূলের সব থেকে বড় গলার কাঁটা হল গোঁজ বা নির্দল প্রার্থীরাই, একথা ঘুরিয়ে হলেও স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের তাবড় তাবড় নেতা মন্ত্রীরা। আর তৃণমূলের টিকিট না পাওয়া এই ‘নির্দল’ প্রার্থীর দলবল এবার চড়াও হল তৃণমূলের কর্মীদের উপর। নির্দল প্রার্থীর অনুগামীদের হাতে আক্রান্ত হলেন একাধিক তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে একজনের অবস্থা অতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের চাঁদকুরী গ্রামে।

Panchayat Election 2023 : প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব হতেই পেলেন না টিকিট! বাঁকুড়ায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত ৩ কর্মীর
আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, ভোট দেওয়া নেওয়াকে কেন্দ্র করে আচমকাই তাঁদের উপর হামলা চালায় ওই পঞ্চায়েতের নির্দল প্রার্থী বিশু শেখের অনুগামীরা। অভিযোগ, ধারালো অস্ত্র সহ ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয় তৃণমূল কর্মীদের। এরপরে উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও আহত বেশ কয়েকজনকে আনা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে একজনের অবস্থা অতি আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

West Bengal Election 2023 : বহিষ্কৃত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ! শোরগোল এলাকায়
তবে নির্দল প্রার্থী প্রসঙ্গে সম্পূর্ণ এড়িয়ে যান তৃণমূল কর্মীরা। যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি দিয়েছেন দলের মধ্যে থেকে যারা নির্দল করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে, সেখানে টিকিট না পাওয়ায় মনক্ষুন্ন হয়ে দলে থেকে নির্দলে দাঁড়িয়েছে অনেক প্রার্থী।

WB Panchayat Election Candidate: প্রার্থী নিয়ে দুই বাম শরিকের লড়াই, পঞ্চায়েতে স্বামী স্ত্রীয়ের ঝগড়া বলে কটাক্ষ তৃণমূলের
তাহলে কি এই ঘটনায় রয়েছে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব? নাকি তা এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে তৃণমূল? যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের এই প্রসঙ্গে কোনওরকম ভাবে ভূমিকা দেখা যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গিয়েছে।

West Bengal Election 2023: দলে জায়গা হবে না! ফের তৃণমূলে ৪৩‘নির্দল প্রার্থী’ বহিষ্কার
এই প্রসঙ্গে আক্রান্ত এক তৃণমূল কর্মী বলেছেন, ‘আমরা দলীয় কর্মীরা নিজেদের মতো প্রচার করছিলাম। হঠাৎ করে বেশ কিছু লোক এসে হাজির হয় ও নিজেদের বিশু শেখের অনুগামী বলে দাবি করে। তারপর বলে যে এখানে ভোটের প্রচার করা যাবে না।

এই নিয়ে আমাদের মধ্যে বাদানুবাদ হয়। তারপরেই ওরা ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। আমাদের বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি’। যদিও ওই নির্দল প্রার্থী প্রাক্তন তৃণমূল কর্মী কিনা, এই বিষয়ে মুখ খোলেননি কেউই’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *