Panchayat Election 2023 : ভাইয়ের হয়ে প্রচারে যাওয়ায় দোষ? দিনহাটায় BJP কর্মীর বাড়িতে পড়ল বোমা – bomb blast in a bjp worker house in dinhata while campaigning for panchayat election 23


Cooch Behar News : এবার কী তাহলে নিজের ভাইয়ের হয়েও প্রচারে বেরোনো যাবে না? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক সন্ত্রাস কবলিত দিনহাটা এলাকা থেকে। BJP প্রার্থীর হয়ে প্রচারে বেরোনোয় BJP প্রার্থীর ভাইয়ের বাড়িতে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি গুলিও চালানো হয় বলে অভিযোগ।

ওই BJP কর্মীর স্ত্রীর মাথায় বন্দুক ঠেকানোরও অভিযোগ করা হয়েছে। বুধবার রাতে দিনহাটা -১ ব্লকের পুটিমারি গ্রাম পঞ্চায়েতের কারিশাল গ্রামে এই ঘটনা ঘটে।এই ঘটনায় কেউ জখম না হলেও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। BJP প্রার্থীর ভাই তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার এক দাদা BJP প্রার্থী। তাঁর হয়ে বুধবার প্রচার করেছিলাম। তাই রাতেই আমার বাড়িতে হামলা চালানো হয়। বোমাবাজি করা হয়। আমার স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর থেকে যথেষ্ট আতঙ্কে আছি। পুলিশ প্রশাসনের কাছে আমার প্রশ্ন, নিজের ভাইয়ের হয়েও কি এবার প্রচার করা যাবে না?’

Panchayat Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূলের ফেস্টুন-ব্যানার ছিঁড়ে বোমাবাজির অভিযোগ! আতঙ্ক বসিরহাটে
যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। ওই ব্যাক্তি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন। এতেই BJP কর্মীরা ক্ষেপে গিয়ে তার বাড়িতে হামলা চালিয়েছে শুনেছি। এতে তৃণমূল কর্মীদের কোনও হাত নেই।’

West Bengal Election 2023 : রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর-বোমাবাজি! ফের উত্তপ্ত ময়না
এই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এদিকে, রাতের অন্ধকারে গিতালদহে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল কংগ্রেস প্রার্থীর স্বামী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পালটা অভিযোগ করেছেন কংগ্রেস প্রার্থীর স্বামী।

West Bengal Election 2023 : প্রচার সেরে ফিরতেই আক্রান্ত BJP প্রার্থী! অভিযোগের তির তৃণমূলের দিকে
হাসানুজ্জামান নামে দিনহাটা এক নং ব্লকের গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের খারিজা গিতালদহ গ্রামের ওই তৃণমূল কংগ্রেস কর্মীর অভিযোগ, গতকাল রাতে যখন তিনি তাঁদের দলীয় প্রার্থী রেশমি সুলতানার প্রচারে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় তাঁর কাছে ফোন আসে ওই একই বুথের কংগ্রেস প্রার্থী মর্জিনা বেগমের স্বামী শাহানুর ইসলাম বেশ কিছু কর্মী সমর্থকদের নিয়ে এসে তাঁর বাড়িতে ভাঙচুর চালায় এবং বোমাবাজি করে।

একই অভিযোগ হাসানুজ্জামানের মা সাহারা বিবিরও। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থীর। এই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *