Panchayat Election 2023 : BJP প্রার্থীর বাড়ির সামনে বোমা-সাদা থান-মালা! বনগাঁয় আতঙ্ক, নিশানায় TMC – bomb recovered in front of bjp panchayat election 2023 candidates at bongaon


বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর বাড়ির সমানে দলের পতাকা, বোমা, আলতা মাখান সাদা থান এবং ফুলের মালা রাখার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বনগাঁর ঘাটবোর পঞ্চায়েতের কালমায়া গ্রামে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। তবে ভয় দেখিয়ে লাভ হবে না বলেই দাবি বিজেপির। পালটা তৃণমূলের দাবি, এটা বিজেপিরই চক্রান্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

WB Panchayat Election 2023 : BJP নেতার সঙ্গে মস্করা? বোমার বদলে ছোড়া হল সুতলি দড়ির গোল্লা!
ঘটনার প্রসঙ্গে বিজেপি প্রার্থী আশিস মণ্ডল জানাচ্ছেন, ‘সকালে ঘুম ভাঙার পরেও শুয়েছিলাম। বাড়ির লোক ফুল তুলতে গিয়ে দেখতে পেয়ে পাশের বাড়ির লোকেদের ডাকে। আমি উঠে এসে দেখি ৩টে বোমা পড়ে আছে। এর আগের পঞ্চায়েত ভোটে ছাপ্পা দিয়েছিল। আমরা বাধা দিয়েছিলাম। আমরা রাজনীতি মানুষের সঙ্গে থেকে করি। তৃণমূল ছাড়া কারা করতে পারে এরকম? সারা পশ্চিমবাংলাজুড়ে একই পরিস্থিতি। তারা বুঝতে পারছে হার নিশ্চিত’।

Panchayat Vote 2023 : বীরভূমে BJP সমর্থিত নির্দল প্রার্থীর স্বামীর দেহ উদ্ধার, মিলল গুলির খোলও!
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, ‘৮ তারিখ ভোট। তৃণমূল জানে, পশ্চিমবঙ্গে যত অপকর্ম তারা করেছে মানুষ তাদের ভোট দেবে না। আমাদের প্রার্থী আশিস, পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছে। তাঁকে ভয় দেখানোর জন্য এই সব বোমা, গুলি, বন্দুক, সাদা থান, পাঠিয়ে কোনও লাভ নেই। এতে গ্রামের মানুষ ও বিজেপি আরও শক্তিশালী হবে। এদের হার নিশ্চিত। সিপিএম ৩৪ বছর ধরে যে পন্থা অবলম্বন করেছিল, তৃণমূল নতুন করে সেই পন্থা ফিরিয়ে আনছে’।

West Bengal Panchayat Election : রাজ্যপালের সফরের মাঝেই ফের অশান্তি কোচবিহারে! TMC প্রার্থীর ছেলেকে অপহরণের অভিযোগ
যদিও এই অভিযোগ একেবারেই মানতে নারাজ তৃণমূল। এলাকার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর জামাল মণ্ডল বলেন, ‘এটা বিজেপির চক্রান্ত। কারণ ওদের পায়ের তলায় মাটি নেই। বিজেপি ও সিপিএম-এর হার্মাদরা জেনে গেছে ঘাটবোর পঞ্চায়েত সমিতির ২১টা পঞ্চায়েতে ও ৩টে গ্রাম পঞ্চায়েতে তারা শূন্য। ওরা চক্রান্ত করে নিজেরা নিজেদের বাড়িতে বোমা রেখে অন্যের গায়ে দোষ চাপাচ্ছে’।

Kultali Panchayat Election : ভাঙড়ের পর কুলতলিতে চলল গুলি, জখম তৃণমূল প্রার্থী
আগেও ঘটেছে এই ঘটনা
প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচন পর্বে এর আগেও ঘটেছে এমন ঘটনা। অভিযোগ, কয়েকদিন আগে হুগলির ধনিয়াখালির গুড়াপ থানার ভাস্তারা এলাকায় সিপিএম-এর পঞ্চায়েতের প্রার্থী বরুন গোস্বামীর বাড়িতে হামলা চালায় কুড়ি পঁচিশ জনের একটি দুষ্কৃতী দল। বাড়ি ঢুকে জলের পাম্প, জানালা দরজায় ভাঙচুর চালান হয়। মনোনয়ন প্রত্যাহারের জন্য সাদা থান রেখে হুমকি দেওয়া হয়। এদিকে বাইক বাহিনী এসে তাণ্ডব চালাচ্ছে খবর পেয়ে পালটা জমায়েত করেন গ্রামবাসীরা। দুষ্কৃতীদের একজনকে ধরে ফেলা হয়। গ্রামবাসীদের চাপের মুখে ভুল স্বীকার করে ওই দুষ্কৃতী। তারপর তাকে ছেড়ে দেন গ্রামবাসীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *