‘আপনার একটি ভোটই পরিস্থিতি বদলাতে পারে…’, অশান্তির চিত্র দেখে আবেদন রাজ্যপালের


Panchayat Vote 2023 Live : পঞ্চায়েত নির্বাচনের দিন সকাল থেকেই একাধিক জায়গায় পরিদর্শনে বেড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একাধিক জায়গায় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে সব কিছুর মাঝেও জনগণকে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসার আবেদন জানালেন তিনি।

West Bengal Governor: &amp#39;আমি রাস্তায় থাকব…&amp#39;, ভোটের দিন ভোর থেকেই বসিরহাট থেকে নদিয়া পরিদর্শনে রাজ্যপাল
রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন পরিদর্শনের মাঝে বলেন, ‘আপনার একটি ভোটই কেবল এই পরিস্থিতির বদল করতে পারে।’ রাজ্যবাসী ভোট দেওয়ার জন্য এগিয়ে আসার কথা বলেন তিনি। পাশাপাশি, একাধিক জায়গায় ঘুরে তিনি সমস্ত পরিস্থিতির (WB Panchayat Vote 2023) উপর নজর রাখছেন বলে জানান রাজ্যপাল (CV Ananda Bose)। ভোট পর্ব মেটার পর সর্বশেষে তিনি সার্বিক পরিস্থিতি নিয়ে মতামত দেবেন বলে জানিয়েছেন।

Abhishek Banerjee CV Ananda Bose : দিল্লির আদেশ পালন করছেন বোস, অভিষেকের তোপে রাজ্যপাল
এদিন রাজ্যের একাধিক জায়গায় ভোটচিত্র পরিদর্শনে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিনের শুরুতেই উত্তর ২৪ পরগনার শ্যামনগরে যান রাজ্যপাল। সেখানেই স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সিপিএম এবং বিজেপি প্রার্থীরা তাঁর গাড়ি আটকে রাখে বলে অভিযোগ। কল্যাণী হাইরোড দিয়ে রাজ্যপাল যাচ্ছিলেন। সেই সময় কল্যাণী হাই রোডের উপর বাসুদেবপুর মোড়ে তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা দাবি করেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত নেই বলেও দাবি করেন তাঁরা।

Governor CV Ananda Bose: আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছেন রাজ্যপাল, খোদ বোসের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের
পঞ্চায়েত নির্বাচনের দিন সকালেই শ্যামনগর বাসুদেবপুরে যান রাজ্যপাল। সেই জায়গাতেই রাজ্যপালকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়নি। কেন্দ্রীয় বাহিনী নেই সেই কারণেই রাজ্যপালের কাছে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

Governor CV Ananda Bose: ‘আমি অ্যাপয়েন্ট করেছিলাম, আপনি ডিসঅ্যাপয়েন্ট করেছেন’

রাজভবন থেকে জানান হয়, রাজ্যপাল শনিবার পঞ্চায়েত নির্বাচন প্রত্যক্ষ করতে যাবেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, বাসুদেবপুর। ওই এলাকায় গিয়ে ঘুরে দেখবেন বিভিন্ন পোলিং স্টেশন, বুথ। বিভিন্ন পোলিং বুথ ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর সেখান থেকে নদিয়া জেলায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে মধ্যাহ্ন ভোজন করে ফের বসিরহাটে যাওয়ার কথা রয়েছে তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *