‘এত নোংরামি বাংলার নির্বাচনের ইতিহাসে হয়নি’ তোপ অধীরের


পঞ্চায়েত নির্বাচনে এরকম ‘নোংরামি’ বাংলার ইতিহাসে দেখা যায়নি। রক্তারক্তি, চূড়ান্ত অশান্তির ভোট চিত্র দেখে প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এই ধরনের পঞ্চায়েত নির্বাচন বাতিল করে দেওয়া উচিত বলে মনে করছেন তিনি। অধীর এদিন বলেন, ‘ভোট করার দরকার কি ছিল? আমরা তো আগেই বলেছিলাম লুঠ হবে। আমাদের কথাই প্রমাণ হল। নব জোয়ার মানে নব লুঠের ব্যবস্থা করা হল।’ এইরকম ভোটের কোনও যৌক্তিকতা নেই বলেই জানান তিনি।

Murshidabad Panchayat Election : পুনরায় ভোটের দাবিতে পথ অবরোধ! ভোট কর্মীর গাড়ি ভাঙচুর, উত্তেজনা মুর্শিদাবাদে
এদিন নদিয়া জেলায় এক তৃণমূল সমর্থককে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। কল্যাণদহে ধারালো অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় ১১ জন তৃণমূল কর্মী গুরুতর আহত হন। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ মেনে নেননি প্রদেশ সভাপতি। তাঁর কথায়, কংগ্রেসের এতো শক্তি থাকলে কেন্দ্রীয় বাহিনীর জন্য তাঁরা আবেদন করতো না।

Gram Panchayat Election : পুলিশ সেজে ডেকে নিয়ে গিয়ে TMC কর্মীকে কুপিয়ে খুন, খড়গ্রামে ব্যাপক আতঙ্ক
পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অধীরের কথায়, তৃণমূল এবং বিজেপি জোট করে কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ভাবে নির্বাচনে কাজে লাগায় নি। অধীর বলেন, ‘ দিল্লির বিজেপির সঙ্গে বাংলার দিদির সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। তাই কেন্দ্রীয় বাহিনী এল না, আসার নামে গড়িমসি, এসে তারা বসে আছে।’
কেন্দ্রীয় বাহিনীকে স্কুলে স্কুলে বসিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন অধীর চৌধুরী। তাঁর কথায়, কেন্দ্রীয় বাহিনী শেষ মুহূর্তে এলেও তাঁদেরকে পর্যাপ্ত পরিমাণে কাজে লাগানো হয়নি। রাজ্য নির্বাচন কমিশননের ভূমিকা নিয়েও চূড়ান্ত সমালোচনা করেন অধীর।

Beldanga Bomb Blast : ফের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মৃত্যু কংগ্রেস কর্মীর! উত্তেজনা এলাকায়
চলতি পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে নির্বাচন সংগঠিত করার কথা ছিল। ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। প্রায় সাড়ে তিনশো কোম্পানি একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছয় বলে জানা যায়। সেক্ষেত্রে এভাবে কেন্দ্রীয় বাহিনীকে কার্যত বসিয়ে রেখে ভোট পরিচালনা করে কী লাভ হল তা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Nandigram Panchayat Election 2023 : অকেজো সিসিটিভি, নেই কেন্দ্রীয় বাহিনী

প্রসঙ্গত, অধীর গড় মুর্শিদাবাদ জেলায় একাধিক অশান্তির ঘটনা ঘটে। মুর্শিদাবাদের রেজিনগরে ভোট দিতে এসে মাথা ফাটলো সিআরপি এফ এক ইন্সপেক্টরের। নিজের ভোট দিতে গিয়ে হঠাৎই তৃণমূল আশ্রীত দুস্কৃতীরা বুথ দখল করে। চলে এলোপাথারি মারধর। তারমাঝে পড়ে জখম হলেন ইন্সপেক্টর মুব্বাস আলী মোল্লা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *