পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই কেন? পরিদর্শনে বেরিয়েই বিক্ষোভের মুখে রাজ্যপাল


WB Panchayat Vote 2023 : শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের একাধিক জায়গায় পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকালেই উত্তর ২৪ পরগনার শ্যামনগরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মধ্যে পড়তে হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। ব্যারাকপুর ব্লক ওয়ান কাউগাছি টু পঞ্চায়েতের সিপিএম প্রার্থী এবং বিজেপি প্রার্থীরা রাজ্যপালের গাড়ি আটকে রাখেন। কল্যাণী হাইরোড দিয়ে রাজ্যপাল যাচ্ছিলেন বাসুদেবপুর মোড়ে তাদের গাড়ি আটকে রেখেছেন এবং তাদের দাবি শান্তিপূর্ণ ভোট হচ্ছে না।

West Bengal Election 2023 : নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন! ভোট শুরুর আগেই কদম্বগাছিতে উত্তেজনা
শনিবার সকালে শ্যামনগর বাসুদেবপুরে পৌঁছন রাজ্যপাল। সেখানে রাজ্যপালকে দেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের কথায়, এলাকায় এখনও পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়নি। কেন্দ্রীয় বাহিনী নেই বলে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

West Bengal Gram Panchayat: ব্যালটের হিসাব চেয়ে না মেলায় বক্স ছুড়ে ফেলা দেওয়া হল পুকুরে, অভিযোগ বনগাঁয়
শুক্রবার রাত থেকেই একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়নি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। একাধিক জায়গায় বুথে তালা মেরে ভোটের কাজ বন্ধ করে দেওয়া হয়। সেরকমই উত্তর ২৪ পরগনার শ্যামনগর বাসুদেবপুর এলাকাতেও ভোট শুরুর আগে পর্যন্ত পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়নি বলে অভিযোগ। এদিন বাসুদেবপুর এলাকার উপর দিয়ে যাচ্ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয়। সেই সময় তাঁর গাড়ি ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা।

Panchayat Election : বুথে দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর! বারাসতে জেলাশাসক দফতরের সামনে বসে বিক্ষোভ CPIM-এর
স্থানীয় বাসিন্দাদের দাবি, আমাদের এলাকায় এখনও পর্যন্ত পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই। ভোট দিতে যাওয়ার জন্য আতঙ্কে ভুগছেন তাঁরা। সেই কারণে এলাকায় নির্বাচন সুষ্ঠু ভাবে হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। বাহিনী না আসার কারণেই বিষয়টি তাঁরা রাজ্যপালকে জানাতে চান বলে জানান স্থানীয় বাসিন্দারা।
ভোটের শুরু থেকেই একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, রক্তারক্তির খবর পাওয়া যাচ্ছে। সে কারণে ভোট দিতে যেতে আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। কেন্দ্রীয় বাহিনী না থাকলে তারা ভোট দিতে যেতে পারবেন না বলে জানান।

West Bengal Panchayat Election 2023 : ‘বিনা প্রতিদ্বন্দ্বিতা’য় নয়, এবার চোখে চােখ রেখে!

প্রসঙ্গত, রাজ্যে গোটা রাজ্যে ২২ টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রায় ৭৪ হাজার আসনে ৬১ হাজার ৬৩৬টি বুথে নির্বাচন সংগঠিত হচ্ছে। ২২ জেলাতেই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মিলিয়ে মিশিয়ে মোতায়েন করার কথা ছিল। রাজ্য থেকে প্রায় ৭০০০০ হাজার পুলিশ ব্যবস্থা করা হয়েছে বলে জানান হয়। আর কেন্দ্র থেকে প্রায় ৬৫০০০ হাজার পাঠানোর কথা। মোট প্রায় ১৩৫০০০ হাজার বাহিনী দিয়ে নির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে কমিশন সূত্রে জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *