যতকাণ্ড কোচবিহারে! BJP এজেন্টকে হত্যা-ব্যালটে জল, বোমাবাজিকে ঘিরে তুমুল অশান্তি


Coochbehar Panchayat Election : যত কাণ্ড কোচবিহারে। বোমাবাজি, ব্যালট লুঠ, গুলি চালনা, ভোটারদের আঘাত। কী নেই কোচবিহার জেলা জুড়ে। পঞ্চায়েত নির্বাচন শুরুর লগ্ন থেকেই অশান্তির ছড়াছড়ি কোচবিহার জেলা জুড়ে। অশান্তির ঘটনায় তৃণমূল, বিজেপি উভয় দলের বিরুদ্ধেই একাধিক অভিযোগ উঠে এসেছে।

পোলিং এজেন্টকে হত্যা

কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারিতে BJP-র পোলিং এজেন্ট মাধব বিশ্বাসকে পিটিয়ে হত্যা করার অভিযোগ। পোলিং বুথ থেকে তাঁকে ডেকে এনে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের কারণেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়ছে।

পোড়ানো হল ব্যালট পেপার

কোচবিহারের খাটামারিতে আড়াই ঘণ্টার মধ্যে ভোট শেষ। ব্যাপক ছাপ্পার অভিযোগ। ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ। দিনহাটায় বুথ তছনছ করার অভিযোগ। বুথের মধ্যে তাণ্ডব।

Cooch Behar Panchayat Nirbachan : ভোটের কয়েক ঘণ্টা আগেও হিংসা দিনহাটায়, গুলি-বোমায় আহত ৪ BJP কর্মী
বিজেপি কর্মীর মাথা ফাটলো

সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ। বিজেপি কর্মীদের অতর্কিত হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তুফানগঞ্জ ২নম্বর ব্লকের শালবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের বজরাপুর ৯/১৪৪ নং বুথের ঘটনা ঘটনায় গুরুতর আহত দুই বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীদের নাম সুকদেব বর্মন ও চুটুম অধিকারী তাদের নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। দুইজন কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়।

ভোট কেন্দ্রে তালা

কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দেবেন না গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ৮ /২১৭ নং বুথ নন্দী ছেচূড়া জুনিয়ার হাই স্কুলে। নিরাপত্তাহীনতার কারণেই ভোট দেবেননা গ্রামবাসীরা। ভোট বন্ধ করে তালা মেরে দিয়েছেন ভোটগ্রহণ কেন্দ্রে।

Panchayat Election 2023 : ভাইয়ের হয়ে প্রচারে যাওয়ায় দোষ? দিনহাটায় BJP কর্মীর বাড়িতে পড়ল বোমা
বুথে বোমাবাজি

কোচবিহারের ফলিমারি গ্রাম পঞ্চায়েত সকাল ৭টা নাগাদ বুথ কেন্দ্রে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মৃত ব্যাক্তির নাম মাধব বিশ্বাস, তিনি বিজেপির এজেন্ট। আহত হয়েছে বিজেপির ৪/৩৮ নং বুথের বিজেপির প্রার্থী বোমের আঘাতে জখম হয়েছে।

CV Anand Bose : অতন্দ্র প্রহরী বোস! মাঝরাতে পিস রুম থেকে কাকে ফোন করলেন রাজ্যপাল?
প্রাইমারী স্কুলে আগুন

দিনহাটা এক নম্বর ব্লক সিতাই বিধানসভার ৬/১৩০ বড়ভিট সরকারি প্রাইমারী স্কুল রাত থেকে তাণ্ডব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বলে অভিযোগ আগুন ধরিয়ে দিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ভোট কর্মীরা বুথ ছেড়ে পালাতে বাধ্য হন।

Gram Panchayat Election WB : নেতাড়া টু খোলাখালি রাতের অন্ধকারে পড়ে গেল ভোট!

আগের রাতেই মৃত্যু তৃণমূল কর্মীর

ভোটের আগের রাতে মৃত হল এক তৃণমূল কর্মীর। কোচবিহার জেলার তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর এক গ্রাম পঞ্চায়েতের ছাট বলগা এলাকায় ৬৮ নম্বর বুথে দুজন তৃণমূল কর্মী বুথ ক্যাম্পে কাজ করে বাড়ি ফিরছিল। পিছন থেকে অন্ধকারে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির দুষ্কৃতীদের দিকে। সেই ঘটনায় গণেশ দাস নামে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় কানু দাস নামে একজন আহত রয়েছে। তাদের আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *