Anubrata Mondal Latest News : আলুপোস্ত-মুরগির ঝোল তৈরির ব্যস্ততা নেই, অনুব্রত-হীন বোলপুর পার্টি অফিসে ভোটভোজ আজ অতীত – no food arrangement has been done in tmc party office of bolpur in absence of anubrata mondal


তুহিনা মণ্ডল, এই সময় ডিজিটাল এক্সক্লুসিভ

বোলপুর অনেক বেশি ‘শান্ত’, ‘নিঃস্তব্ধ’! অন্তত এমনটাই দাবি বিরোধীদের। ‘চড়াম চড়াম’, ‘গুড়-বাতাসা’ ভোটের আগে কর্মীদের ‘পেপটক’ দেওয়ার জন্য ছিলেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গোরু পাচার মামলায় তিনি আপাতত তিহাড় সংশোধনাগারে রয়েছেন।

এদিকে অনুব্রতর অবর্তমানে রীতিমতো ‘আঁধার’ নেমেছে বীরভূমের তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে। অন্যান্য ভোটে সেখানে খাওয়া দাওয়ার জন্য থাকত এলাহি বন্দোবস্ত। আর ভোটে প্রতিটি বুথে তীক্ষ্ণ নজর রাখার পাশাপাশি কর্মীদের খাওয়া দাওয়ায় যাতে কোনও ত্রুটি না থাকে সেই দিকেও একেবারে স্থির দৃষ্টি রাখতেন কেষ্ট স্বয়ং।

Anubrata Mondal Kali Puja: তিহাড়ে অনুব্রত, কেষ্টর কালীর পুজো করেন কে?
এমনকী, কেষ্ট অনুগামীদের একাংশের দাবি, “দাদা রান্নায় নুন-ঝাল-মিষ্টি কেমন হবে, সেই বিষয়েও নিজেই তদারকি করতেন।” ভোজ তালিকায় থাকত মাংস, পোস্ট ইত্যাদি ইত্যাদি। এমনকী, ভোট শেষে যখন দলীয় কর্মীরা খাওয়া দাওয়া করতেন তাঁদের সঙ্গে পাত পেড়ে খেতেন অনুব্রত মণ্ডলও।

কিন্তু, পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই কার্যত শুনশান তৃণমূলের পার্টি অফিস। খাওয়া দাওয়ার জন্য আলাদা করে কোনও ব্যবস্থা করা হয়নি।

Mamata Banerjee : আজ বীরভূমে ভার্চুয়ালি ভোট প্রচার মমতার
বীরভূম জেলা তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “বোলপুরে দলীয় পার্টি অফিসটি পুরসভা এলাকায়। তাই পঞ্চায়েত ভোটের জন্য খাওয়া দাওয়ার কোনও আয়োজন করা হয়নি। অন্যান্য ভোটে প্রায় পাঁচশ লোকের রান্না করা হত। ভোট শেষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে এসে খেতেন। থাকত ভাত, মাংস এবং পোস্তর ব্যবস্থা।”

যদিও পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে আলাদা করে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেষ্ট জামানাতেও হত না বলে জানান তিনি।

Anubrata Mondal Latest News : ১৮ জুলাই দিল্লি হাইকোর্টে জামিন মামলার শুনানি, ভালো খবরের আশায় কেষ্ট
উল্লেখ্য, গোরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। প্রথমে CBI-এর হাতে গ্রেফতার করা হলেও পরে ED তাঁকে হেফাজতে নেয় এবং দিল্লি নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছেন তিনি।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরও তাঁর উপর ভরসা রেখেছিল দল। তিনি এখনও বীরভূম জেলার তৃণমূল সভাপতি। পঞ্চায়েত নির্বাচনের আগে ‘সুপার অ্যাকটিভ’ জোনে চলে যেতেন অনুব্রত মণ্ডল। তাঁর একাধিক কথায় আলোচনা, সমালোচনা এবং তর্কের ঢেউ উঠত বঙ্গ রাজনীতিতে।

Anubrata Mondal News : আরও বিপাকে অনুব্রত! দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা কেষ্টর
অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমের ব্যাটন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে সেখানে প্রচার চালিয়েছেন। মাঝে মধ্যে সেখানে পাঠিয়েছেন তাঁর দূত ফিরহাদকেও। বীরভূমে কেষ্ট জামানার সাফল্য কি ধরে রাখতে পারবে তৃণমূল? এখন প্রশ্ন উঠছে তা নিয়েই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *