Asansol Panchayat Election : শেষ মুহূর্তে উত্তপ্ত আসানসোলের সালানপুর ব্লক, বুথে ঢুকে দেদার ছাপ্পা দুষ্কৃতীদের – in last hour of voting violence in asansol salanpur block polling station election23


West Bengal Panchayat Election 2023 : ভোটের শেষ বেলায় উত্তেজনা দেখা দিল আসানসোলের সালানপুর ব্লকের পাতাল প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। ৯২ নম্বর বুথে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছিল বলে জানা গিয়েছে। তবে দুপুর ১ টা ৪০ মিনিট নাগাদ বেশ কিছু বহিরাগত ব্যক্তি বুথে ঢুকে হুমকি দিতে থাকে। সেই সঙ্গে ভোট কর্মীদের চুপচাপ বসতে বলে এবং ছাপ্পা ভোট দিতে থাকে।

তবে স্থানীয়রা তাঁদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তিনটি ব্যালট বাক্স ভোট কেন্দ্রের সামনে পুকুরে ফেলে দেয় বলে জানান ফাস্ট পোলিং অফিসার। গোটা ঘটনার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এর পরেই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। বন্ধ হয়ে যায় ভোট গ্রহণের কাজ।

North 24 Parganas Panchayat Election : ছাপ্পার ধান্দায় বোমা হাতে বুথে দুষ্কৃতীরা, প্রাণ বাঁচাতে দৌড় ভোট কর্মীদের! তারপর…
ঘটনাকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মধ্যেও। ক্ষোভের আঁচ গিয়ে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এরপর সন্ধ্যে বেলায় স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা নেত্রীর বাড়িতে চালানো হয় ব্যাপক ভাঙচুর।

পরে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই বুথে সন্ধ্যে নাগাদ পূনরায় ভোট গ্রহণ চালু হয়। তবে অন্যদিকে তৃণমূল নেতাদের পালটা অভিযোগ, তাঁদের বাড়িতে BJP-র দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায়।

Nadia Panchayat Election : জেলাজুড়ে বেলাগাম সন্ত্রাস-খুন-অবাধ ছাপ্পা! নদিয়ায় প্রতিরোধে আমজনতা
এই বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ‘আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। অথচ ওই বুথ দখল বা ছাপ্পা সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। এটা পরিকল্পিতভাবে BJP করিয়েছে। আগাম পরিকল্পনা করে বুথে বহিরাগত ঢোকানোটাও BJP-র প্ল্যান। আর সেই খবর দেখিয়ে মানুষকে খেপিয়ে তুলে আমাদের বাড়ি ভাঙচুর করাটাও BJP-র প্ল্যান ছিল। এটা আমরা বুঝে গিয়েছি। সব হিসেব তোলা থাকল। একদিন এর শোধ তোলা হবে। পঞ্চায়েত আমাদের দখলেই থাকবে। তারপর BJP বুঝবে কি ভুলটাই না তাঁরা করেছে।’

Dakshin Dinajpur Panchayat Election : তৃণমূলের ছাপ্পা ঠেকাতে গঙ্গারামপুরে সুকান্ত, পৌঁছতেই গো-ব্যাক স্লোগান! ২ দলের হাতাহাতিতে অশান্তি
যদিও তৃণমূল নেতার এই দাবি উড়িয়ে দিয়েছে BJP। স্থানীয় এক BJP নেতা জানিয়েছেন, ‘ওটা জনরোষ, যা তৃণমূল নেতারা এবার ধীরে ধীরে টের পাবেন। একটা সময়ে এমন লাগামছাড়া দুর্নীতি ও সন্ত্রাস চালিয়েছে তৃণমূল যে মানুষ এবার ক্ষেপে উঠেছেন। তাই সম্মিলিতভাবে রুখে দিয়েছেন বুথ দখল। তারপর যখন বুঝতে পেরেছেন এটা তৃণমূলের কাজ, তখন সবাই একসঙ্গে গিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে হামলা করেছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *