Bankura Panchayat Election : দিনভর শুনশান বুথ! কেন ভোট দিলেন না বাঁকুড়ার মানুষ? জানুন কারণ – bankura panchayat voting 2023 the residents boycott election 23


Gram Panchayat Election : রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটে হিংসা, অশান্তির মধ্যেই আলাদাভাবে নজর কেড়ে নিল বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ছোট্ট জামথোল গ্রাম। না, কোনও হিংসা বা রাজনৈতিক হানাহানির জন্য নয়। পরপর দু’বার ভোট বয়কটের জন্য। ২০২১ সালের বিধানসভা ভোটের পর ২০২৩ সালের পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের মহোৎসবে সামিল হলেন না বাঁকুড়ার ছাতনা ব্লকের জামথোল গ্রামের বাসিন্দারা। বিধানসভা ভোটের মতো আবারও ভোট বয়কট করলেন জামথোল গ্রামের বাসিন্দারা। ভগ্নপ্রায় ব্রিজের সংস্কারের দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসীরা।

West Bengal Panchayat Election : শতাব্দী যেখানে, বিক্ষোভ সেখানে! অনুব্রত গড়ে জনরোষের মুখে TMC নেত্রী
জামথোল সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ নম্বর বুথ এবারও রইল শুনশান। ভগ্ন প্রায় ব্রিজ দিয়ে অন্তঃসত্ত্বা মহিলা অথবা বৃদ্ধ মানুষদের পারাপার করতে যথেষ্ট শারীরিক কষ্ট পোহাতে হয়। সূর্য ডুবলেই একেবারে কালো ঘুটঘুটে অন্ধকার ছড়িয়ে পড়ে ব্রিজকে কেন্দ্র করে। জরাজীর্ণ কঙ্কালসার ব্রিজ তাড়াহুড়ো করে পার করতে গেলেই ঘটে যেতে পারে বিপদ।

Panchayat Election 2023 : মেলেনি কোনও সরকারি প্রকল্পের সুবিধা, BDO-কে চিঠি লিখে ভোট বয়কটের ডাক ঝাড়গ্রামে
বহুদিন ধরে দরবার করলেও সংস্কার হয়নি ব্রিজ। তাই কার্যত পাঁচ নম্বর বুথ আজ রইল শুনশান। যথা সময়ে ভোট কর্মী থেকে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলেও দেখা মিলল না ভোটারদের। পঞ্চায়েতের তরফ থেকে নির্দল প্রার্থী অভিজিৎ মূর্মু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও, পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নির্বাচন বয়কট করলেন গ্রামের বাসিন্দারা।

Panchayat Election 2023 : ভোট আসে ভোট যায় সংস্কার হয় না দুর্বল সেতু, ক্ষুব্ধ হুগলির বাসিন্দারা
গ্রামবাসীদের এখন একটাই কথা- ‘ব্রিজ দেবে তো ভোট পাবে, ব্রিজ দাও ভোট নাও। অর্থাৎ কঙ্কালসার ভগ্নপ্রায় ব্রিজের পূর্ণ সংস্কার হলে তবেই আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য পাঁচ নম্বর বুথে দেখা যাবে জামথোলের গ্রামবাসীদের। এই বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী বলেন, ‘অনেক বছর আগে থেকেই এই ব্রিজের ভগ্নদশা। প্রায় দু’বছর পেরিয়ে গিয়েছে ব্রিজের এই অবস্থা। বারবার আবেদন করা হয়েছে, কিন্তু কিছু হয়নি। কয়েকবার ছেলেমেয়েরা পড়ে গিয়ে আহতও হয়েছে’।

Panchayat Election 2023 : নেই রাস্তা-জলের ব্যবস্থা, পোস্টার মেরে ভোট বয়কটের হুঁশিয়ারি পান্ডুয়ার গ্রামে
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ব্রিজ করা হোক কংক্রিটের। স্কুলের কচিকাঁচারা যাতায়াত করে প্রাণের ঝুঁকি নিয়ে। দিন আনা দিন খাওয়া মানুষকে এই ভগ্ন ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। যে কোনও দিন বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই। আর তাই ২০২১ সালের মতো ২০২৩ সালেও বুথমুখী হলেন না গ্রামের মানুষ। যদিও স্থানীয় ব্লক সভাপতি আশ্বাস দিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের পরে কাজ শুরু করা হবে। তাতেও মন গলেনি গ্রামবাসীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *