Calcutta University : ফিজিক্স-কেমিস্ট্রি-ম্যাথ থেকে সরছেন পড়ুয়ারা – there are teachers libraries also laboratories but no students in stream of physics chemistry and mathematics


এই সময়: ক্লাসরুম আছে, শিক্ষক আছে, লাইব্রেরি আছে, ল্যাবরেটরিও আছে। কিন্তু ছাত্র কই? কলেজে কলেজে এমনই সমস্যায় ভুগছে বিজ্ঞানের তিন বেসিক সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। চলতি বছরে দিন সাতেক হতে চলল ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে কলেজে। কিন্তু দেখা যাচ্ছে, আবেদনের নিরিখে সেখানে ঢের পিছিয়ে ওই তিন বেসিক সাবজেক্ট। ওই তিনটি বিষয়ে কীভাবে সিট ভরবে, আদৌ ভরবে কি না, তা নিয়ে চরম দুশ্চিন্তা তৈরি হয়েছে অনেক নামী কলেজের মধ্যেও।

Loreto College : বাংলা মিডিয়াম নেবে না লোরেটো?
এরই মধ্যে খাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফুলবাগানের একটি বেসরকারি কলেজ তো তাদের ক্যাম্পাস থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বিভাগ বন্ধ করে দেবে বলেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সূত্রের খবর, এই মর্মে গত ২ জুন কলেজের অধ্যক্ষা শিক্ষকদের একটি ইমেলও পাঠান। সেখানে তিনি লিখেছিলেন, ‘দিনে দিনে ওই তিনটি সাবজেক্টে পড়ুয়া সংখ্যা কমে আসছে।

Panchayat Election Central Forces : কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য বেহাত কলেজ, বিপাকে পড়ুয়ারা
আমরা ভেবেছিলাম আগামী দিনে এই ছবিটা বদলাবে। কিন্তু তা বদলায়নি। তাই আমরা ওই তিনটি বিষয়ে আপাতত জ়িরো সেশন করব।’ পরে অবশ্য ওই কলেজ এই নীতি থেকে সরে আসে। কলেজের অধ্যক্ষা কৃতী সিং বলেন, ‘আমরা প্রাথমিক ভাবে একটা অ্যাসেসমেন্ট করেছিলাম। কিন্তু এ বছরও আমাদের পোর্টালে গেলে দেখতে পাবেন ভর্তি নেওয়া হচ্ছে। কিন্তু এর আগের ব্যাচগুলিতে কোথাও তিনজন কোথাও চারজন করে ছাত্রছাত্রী রয়েছে।’

Loreto College Admission: ইংরেজি মাধ্যমের পড়ুয়া ছাড়া ভর্তি নয়, লরেটো কলেজের নির্দেশিকা ঘিরে তুমুল বিতর্ক
কিন্তু শুধু ওই কলেজেরই এই সমস্যা নয়। চলতি বছরে যোগমায়া দেবী, এজেসি বোস, নিউ আলিপুর, সুরেন্দ্রনাথ, মণীন্দ্র কলেজেও ওই তিনটি বিষয়ের আবেদন অন্যান্য সাবজেক্টের থেকে অনেক কম বলে জানাচ্ছেন অধ্যক্ষরা। যোগমায়া দেবী কলেজের অধ্যক্ষা সর্বাণী সরকার বলেন, ‘বিজ্ঞানের কোর বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ কমছে। উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হচ্ছে বেশি।’ এজেসি বোস কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি বলেন, ‘বিজ্ঞানের মূল বিষয়ে পড়ুয়াদের আগ্রহ এতো কম, ভাবলেই খারাপ লাগছে। তাও যা আবেদন জমা পড়েছে, তাদের মধ্যে আবার অনেকেই ভর্তিই হবে না।’

CU Admission 2023: স্নাতকে আইন নিয়ে পড়তে চান? কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তির প্রক্রিয়া
কেন কমছে ফিজিক্স-কেমিস্ট্রি-ম্যাথের চাহিদা?
সুরেন্দ্র নাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল করের মতে, ‘ওই তিনটি বিষয়ে স্কুলস্তর থেকেই আগ্রহ হারিয়ে ফেলছে পড়ুয়ারা।’ মণীন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্তর কথায়, ‘যে পড়ুয়ারা কেবল ডিগ্রি ও চাকরির জন্য কলেজে ভর্তি হচ্ছে, তারা সহজতর বিষয়গুলিতেই ভর্তি হতে চাইছে।’ মণীন্দ্র কলেজে যেখানে বিকম অনার্সে দু হাজারের মতো আবেদন পড়েছে, সেখানে ফিজিক্স, ম্যাথে এখনও মোট আসনের থেকে কম আবেদন জমা পড়েছে। সুরেন্দ্রনাথ কলেজে যেখানে কমার্সে প্রায় ৪ হাজার আবেদন, সেখানে ফিজিক্স-কেমিস্ট্রি-ম্যাথে সম্মিলিত ভাবে আবেদন সংখ্যা ৭০০ পেরোয়নি।

UGC Guidelines: সহকারী অধ্যাপক পদে নিয়োগে আবশ্যিক নয় পিএইচডি, নূন্যতম যোগ্যতা কী? জানিয়ে দিল UGC
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির প্রবীণ অধ্যাপক আশুতোষ ঘোষের ব্যাখ্যা, ‘ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ে অনেকেই স্কুলের চাকরিতে যেতেন। এসএসসি হয় না। ফলে সেই চাহিদা নেই। যাঁরা গবেষণা করবেন তাঁরা আইআইটি, আইসার, আইআইএসসির মতো প্রতিষ্ঠানের দিকে যাচ্ছেন।’ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের প্রবীণ অধ্যাপক বরুণ রায়চৌধুরীর কথায়, ‘ফিজিক্সে আমাদের বিশ্ববিদ্যালয়েও দেখা যাচ্ছে, যাঁরা ভর্তি হচ্ছেন, তাঁদের অনেকেই আর পরে থাকছেন না। মনে হয়, ফিজিক্স পড়ে ফিজিক্সের বাইরে আর চাকরি সুযোগ তেমন নেই বলেই আর ছেলেমেয়েরা আগ্রহী হচ্ছে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *